আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের উত্তরাঞ্চল শান প্রদেশের বোমা হামলায় একজনের প্রাণহানি ঘটেছে। বুধবার মুসে থেকে পাঁচমাইল দক্ষিণ-পূর্ব এলাকার ম্যানকান গ্রামে বোমা হামলায় তিনি নিহত হয়েছেন। সোমবার সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মাইন্ট আই এর বরাত দিয়ে দেশটির জাতীয় দৈনিক মিয়ানমার টাইমস এ তথ্য জানিয়েছে।
ক্যাপ্টেন মাইন্ট আই বলেন, বিস্ফােরণ এলাকার পাশেই বাঁশের একটি সেতু থেকে বাড়িতে বানানো তিনটি বোমা উদ্ধার করা হয়েছে। ওই এলাকাকে কালো তালিকাভুক্ত করে রাখা হয়েছে। বর্তমানে ওই এলাকা নিরাপদ নয়।
তিনি আরও জানান, বুধবারের ঘটনা জনগণকে ব্যাপক ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে বলে ধরে নেয়া যেতে পারে। ওই এলাকায় সন্ত্রাসী হামলা চালানোর গোপন খবর মিলেছে। সেকারণে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।
সেনাপ্রধানের কার্যালয় থেকে জানানো হয়েছে, বিস্ফোরিত ওই বোমা টা'আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) প্রস্তুত করেছে। সন্ত্রাসীদের বোমা হামলার গোপন সংবাদের ভিত্তিতে শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
মিয়ানমারের বিভিন্ন শহরে বিশেষ করে ইয়াঙ্গুনে বোমা হামলার আশঙ্কায় গত বুধবার থেকেই ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সূত্র : মিয়ানমার টাইমস
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস