আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে শরণার্থীদের অধিকার রক্ষা, মানব পাচার রোধ ও অভিবাসী সংকটে ক্যাথলিক চার্চের ভূমিকার উপর গুরুত্বারোপ করেছেন ভ্যাটিকান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। কলম্বিয়ায় সফররত পোপ রোববার দেশটির কারটেজিনা শহরে এই কথা বলেছেন।
কারটেজিনার সেইন্ট পিটার ক্লেভার চার্চ পরিদর্শন করেছেন পোপ। পরিদর্শন শেষে তার দেওয়া ভাষণে ১৭ শতব্দীর পিটার ক্লেভারকে স্মরণ করেন তিনি। ক্লেভার সেই সময় দক্ষিণ আফ্রিকায় দাসপ্রথার বিরুদ্ধে অনেক কাজ করেছিলেন। কলম্বিয়ায় মিশনারি গড়ে তুলেছিলেন মানব কল্যাণের জন্যে। তিনি স্পেনের নাগরিক হয়েও নিজের সমস্ত জীবন ব্যয় করেছিলেন কলম্বিয়ায় মানব সেবায়। কাজ করেছিলেন আফ্রিকানদের জন্য।
আজ ক্লেভার নেই কিন্তু তার আদর্শকে ছড়িয়ে দিতে হবে মানুষের মাঝে। তাহলেই অন্ধকার দূর করা যাবে। কেননা এখনো বিশ্বে দাসপ্রথা , মানব পাচার ও অভিবাসী সমস্যা প্রবল হয়ে উঠেছে। ক্যাথলিক চার্চ সব সময়ই এই সংকটগুলো নিরোসনে কাজ করে যাচ্ছে। পৃথিবীতে মানুষের কল্যাণে ক্যাথলিক চার্চ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
পোপ তার দেওয়া ভাষণের এক পর্যায়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন। ট্রাম্পের অভিবাসী আইন ও মেক্সিকোর সীমানায় দেওয়াল তৈরী এই সিদ্ধান্তের নিন্দা জানান। তার জলবায়ু চুক্তি বাতিল এই বিষয়কেও সমর্থন করেন নি পোপ।-দ্য হিল
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস