আন্তর্জাতিক ডেস্ক: চলতি মাসে নওয়াজ শরিফ ও নরেন্দ্র মোদির বৈঠকের কথাছিল। কিন্তু নওয়াজ শরিফের সাথে নরেন্দ্র মোদির সাক্ষাতের কোন সম্ভাবনাই নেই বলে জানিয়ে দিয়েছেন পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সরতাজ আজিজ। তিনি জানান, ‘চলতি মাসে জাতিসংঘের সাধারণ সভার বৈঠক চলাকালীন নওয়াজ শরিফ ও নরেন্দ্র মোদির সাক্ষাত হওয়ার কোনাও সম্ভাবনাই নেই’।
চলতি মাসের শেষের শেষের দিকে জাতিসংঘের সাধারণ সভার বৈঠকে উপস্থিত থাকার কথা নরেন্দ্র মোদির। সেখানে ভারত-পাকিস্তানের মতো দেশের স্থায়ী সদস্যপদ পাওয়ার সম্ভাবনা প্রবল। ভারত-পাকিস্তানের মধ্যে গত এনএসএ (জাতীয় নিরাপত্তা উপদেষ্টা) পর্যায়ের বৈঠক বাতিল হওয়ার পর মনে করা হচ্ছিল সেপ্টেম্বরে জাতিসংঘের সভায় মোদি-নওয়াজের বৈঠক হতে পারে। তবে সেই সম্ভাবনাও এদিন উড়িয়ে দিলেন সরতাজ আজিজ।
উল্লেখ্য, গত ২৪ অগস্ট ভারত ও পাকিস্তানের মধ্যে এনএসএ পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল। তবে কাশ্মীর ইস্যুতে পাকিস্তান নাছোড় মনোভাব দেখিয়ে হুরিয়ত নেতাদের বৈঠকে ডাকায় বাতিল হয়ে যায় এনএসএ বৈঠক। সেই ইস্যুতে সরতাজ আজিজ এদিন বলেন, ‘আমরা উচ্চ পর্যায়ের বৈঠক করতে চেয়েছিলাম। তবে সেই বৈঠক ভারতের জন্যই বাতিল হয় যায়’।
১৬ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/