আন্তর্জাতিক ডেস্ক: উড়ন্ত অবস্থায় একটি ফ্লোটপ্লেন ভেঙে পড়ে আলাস্কায় মৃত্যু হয়েছে তিনজনের। এতে আহত হয়েছে কম্পক্ষে সাত জন। বুধবার মাছ ধরার একটি জনপ্রিয় জায়গায় যাওয়ার সময় ইলিযামনায় নামক স্থানে ইস্টউইন্ড লেকের কাছে ঘন জঙ্গলে এই প্লেনটি ভেঙে পড়ে। এই তথ্যটি জানান ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা প্রধান ক্লিন্ট জনসন৷
দুর্ঘটনায় নিহতদের উদ্ধার করে ময়না তদন্দের জন্য দেহগুলি পাঠনো হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাদের অ্যাংকরেজ শহরে নিয়ে আসে আলাস্কা এয়ার ন্যাশনাল গার্ড৷ তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গিয়েছে৷
জনসন জানান, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনই কোনও মন্তব্য করা সম্ভব নয়৷ ঘটনার তদন্ত শুরু করেছে এনটিএসবি৷
১৬ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/