আন্তর্জাতিক ডেস্ক: প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল লন্ডন। শুক্রবার পশ্চিম লন্ডনের পারসনস গ্রিন আন্ডারগ্রাউন্ড স্টেশনে বিস্ফোরণটি ঘটে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বিস্ফোরণে আহত হয়েছেন বেশ কয়েকজন যাত্রী। তাঁদের মধ্যে বেশ কিছু জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
যাত্রীদেরই কয়েকজন সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেছেন। প্রত্যক্ষদর্শীরাও বেশ কিছু টুইট করে জানিয়েছেন নিজেদের অভিজ্ঞতা। বিস্ফোরকটি একটি প্যাকেটের মধ্যে করে একটি কৌটোয় মেট্রো স্টেশনের এক কোণায় রেখে দেওয়া ছিল বলে প্রাথমিক সূত্রে খবর পাওয়া যাচ্ছে। বিস্ফোরণের তীব্রতা ভালো ছিল বলেই দাবি প্রত্যক্ষদর্শীদের। এখনও পর্যন্ত কেউ বিস্ফোরণের দায় স্বীকার করেনি। মেট্রো স্টেশনটিকে আপাতত সিল করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। তদন্ত চলছে।
এদিকে, বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জরুরি সেবা বিস্ফোরণের খবর পায়। বিস্ফোরণের পর সেখানে বড় আকারের আগুন ছড়িয়ে পড়ে। আগুন নেভানে প্রায় ৬০ জন ফায়ার সার্ভিসের কর্মী কাজ করেন।
লন্ডনের দৈনিক পত্রিকা মেট্রোর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণে এক ব্যক্তির মুখ দগ্ধ হয়েছেন এবং অন্যরা পদদলিত হয়ে আহত হয়েছেন। লন্ডনের ফায়ার ব্রিগেড জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। তবে সতর্কতা হিসেবে অগ্নিকাণ্ডের আশপাশের ১২টি বাড়ির বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে।
পুলিশ জানিয়েছে ঘটনার বিস্তারিত ও সঠিক তথ্য পাওয়ার পর তা জানিয়ে দেওয়া হবে। লন্ডন পুলিশ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে। বিবিসির খবরে বলা হয়েছে, মিল্টন কেইনিজ সেন্ট্রাল ও ইউস্টনের মধ্যে লন্ডন মিডল্যান্ড, ভার্জিন ট্রেন ও সাউদার্ন-এর সব ট্রেন সেবা বন্ধ রয়েছে।
লন্ডনের রেল কর্তৃপক্ষ নেটওয়ার্ক রেল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধসে পড়ার আশঙ্কায় ছিল। পুরো রেললাইন মেরামতে একদিন লাগতে পারে বলে এক বিবৃতিতে বলা হয়েছে।-সূত্র: বিবিসি
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস