আন্তর্জাতিক ডেস্ক: অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়া শরণার্থীদের জন্য নিজেদের দেশের সীমানা বন্ধকরে দিয়েছে হাঙ্গেরি। এই কাজটি কারেই তারা কান্ত হননি তারা। এবার এই ঘরহারা মানুষের জন্য নতুন আইন কার্যকর করেছে হাঙ্গেরি। এখন থেকে সার্বিয়া সংলগ্ন সীমান্ত পাড়ি দিলেই শরণার্থীদের গ্রেফতার করবে সে দেশের পুলিশ। সোমবার মধ্যরাত থেকে এই নতুন আইন কার্যকর করেছে হাঙ্গেরি।
সংঘাতপূর্ণ পরিস্থিতির কারণে সিরিয়া, ইরাক, আফগানিস্তান এবং আফ্রিকার কয়েকটি দেশ থেক প্রতিদিন অসংখ্য লোক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস ও ইতালি উপকূলে আসছে। সেখান থেকে এরা সার্বিয়া ও হাঙ্গেরি সীমান্ত পাড়ি দিয়ে পূর্ব জার্মানি ও অস্ট্রিয়া যাওয়ার চেষ্টা করছে। হাঙ্গেরি শরণার্থীদের আশ্রয় দিতে রাজী নয়। এমনকী শরণার্থী সংকট মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়ন গত সপ্তাহে যে বাধ্যতামূলক কোটার ঘোষণা করেছিল, তাও মানতে নারাজ হাঙ্গেরি।
শরণার্থীদের ঢল ঠেকাতে গত মাসে সার্বিয়া সীমান্তজুড়ে ১৭৫ কিলোমিটার দীর্ঘ কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে হাঙ্গেরি। গত সপ্তাহেই সে দেশের প্রধানমন্ত্রী ভিক্টর অরবান জানিয়েছিলেন, শরণার্থীদের প্রবেশ রুখতে কঠোর আইন করা হবে এবং মঙ্গলবার থেকে সেই আইন কার্যকর হবে।
নতুন আইন অনুযায়ী, যে কেউ অবৈধভাবে সীমান্ত পাড়ি দিলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যাবে। দ্রুত মামলার বিচার সম্পন্নের জন্য ৩০ জন বিচারককে প্রস্তুত রাখা হয়েছে। বিচারক চাইলে অভিযুক্তকে কারাদণ্ড অথবা ফেরত পাঠনোর নির্দেশ দিতে পারবেন।
১৬ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/