আন্তর্জাতিক ডেস্ক : তিব্বতের বিমানবন্দর থেকে শুরু হওয়া একটি হাইওয়েকে নেপাল সীমান্তের দোরগোড়ায় নিয়ে এসেছে চীন। সম্প্রতি এই হাইওয়ে আনুষ্ঠানিকভাবে খুলে দেয়া হয়েছে।
চীন সরকারিভাবে বলেছে, ওই বিমাবনন্দরকে অসামরিক এবং সামরিক উভয় পরিষেবা প্রদানের মতো করেই তৈরি করা হয়েছে। আর এই ৪০ কিলোমিটার হাইওয়ের প্রধান লক্ষ্যই হলো সামরিক পরিকাঠামোকে দক্ষিণ পূর্ব এশিয়ার কাছে নিয়ে যাওয়া। এর ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে চীনের স্ট্র্যাটেজিক সম্পর্ক আলো জোরদার হলো। মুখে স্বীকার করা না হলেও বাস্তবে এসবই ভারতকে চাপে রাখার কৌশল। কারণ তিব্বতের যে শহর পর্যন্ত ওই হাইওয়েকে নিয়ে আসা হয়েছে সেই জিগাজ থেকেও আরো বড় বেশি বাড়ানো হয়েছে। এবং নেপাল সীমান্তের প্রায় মুখের কাছে আনা হয়েছে হাইওয়ে।
চীন বহু দিন ধরেই দুটি বিষয়ের উপর জোর দিচ্ছে। নেপাল এবং মিয়ানমারের সঙ্গে সড়ক যোগাযোগ পরিকাঠামো গড়ে তোলা। বিশেষ করে সোজা চীন থেকে এই দুই রাষ্ট্রের অন্দরে কেন্দ্রস্থলে যাতে চলে আসা যায় আন্তর্জাতিক মানের সেই সড়ক প্রকল্পই প্রধান লক্ষ্যং বেইজিংয়ের। সেই লক্ষ্যপূরণের প্রাথমিক ধাপ এই হাইওয়ে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস