আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ প্রতিরক্ষা কোম্পানি বিএই সিস্টেমসের কাছ থেকে ২৪টি অত্যাধুনিক টাইফুন জঙ্গিবিমান কিনতে একটি লেটার অব ইন্টেন্টে স্বাক্ষর করেছে উপসাগরীয় দেশ কাতার। এ পদক্ষেপ দোহার সাথে সম্পর্ক ছিন্ন করা দেশগুলোকে ক্ষুব্ধ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সন্ত্রাসবাদে সহযোগিতা ও ইরানের সাথে সম্পর্কের অজুহাতে চলতি বছরের ৫ জুন থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর ও বাহরাইন কাতারের সাথে কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক ছিন্ন করে।
বিশ্বের সবচেয়ে বেশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রফতানিকারক দেশ কাতারের সাথে আকাশ ও নৌ যোগাযোগও বন্ধ করে দেয় ওই দেশ চারটি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি থাকা কাতার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছে। তুরস্ক কাতারের সমর্থনে দেশটিতে থাকা তাদের ঘাঁটিতে আরো সৈন্য পাঠিয়েছে। উপসাগরীয় অঞ্চলে চলমান এ উত্তেজনার মধ্যেই কাতারের এই যুদ্ধবিমান কেনার খবর এলো।
‘লেটার অব ইন্টেন্টে সব আনুষঙ্গিক যন্ত্রপাতিসহ ২৪টি অত্যাধুনিক টাইফুন জঙ্গিবিমান কেনার বিষয়ে মন্ত্রণালয়ের অভিপ্রায় প্রকাশ পেয়েছে’ বলে রোববার এক খবরে জানায় কাতার নিউজ এজেন্সি। কাতারের প্রতিরক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আতিয়াহ ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফেলনের সাথে এসংক্রান্ত এক চুক্তি স্বাক্ষর করেন বলে সংবাদ সংস্থাটি জানিয়েছে।
পরে এক বিবৃতিতে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘এটি হচ্ছে যুক্তরাজ্যের অন্যতম কৌশলগত অংশীদার কাতারের সাথে প্রথম কোনো বড় প্রতিরক্ষা চুক্তি। আমরা আরো আশা করছি, এ চুক্তি উপসাগরীয় অঞ্চলে আমাদের সব মিত্রের নিরাপত্তা বৃদ্ধিতেও ভূমিকা রাখবে।’ চুক্তির সব বিষয়ে আলোচনা শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
ফ্রান্সের এয়ারবাস ও ইতালির ফিনমেক্কানিকার যৌথ বিনিয়োগ প্রকল্প ইউরোফাইটার টাইফুন যুক্তরাজ্যে অন্তত ৪০ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে। কাতার ও যুক্তরাজ্য কোনো পক্ষের বিবৃতিতেই জঙ্গিবিমান কিনতে কত খরচ হচ্ছে তা বলা হয়নি। এর আগে ২০১৪ সালে সৌদি আরবের কাছে ৪৪৩ কোটি পাউন্ডের বিনিময়ে ৭২টি টাইফুন জঙ্গিবিমান বেচতে সম্মত হয়েছিল বিএই। শনিবার লন্ডনে এক সংবাদ সম্মেলনে ফেলন বলেন, বিএই সিস্টেমস যেন আরো টাইফুন বেচতে পারে সে জন্য পদক্ষেপ নিচ্ছে তার সরকার।
এ বছর টাইফুন তার ফরাসি প্রতিপক্ষ রাফায়েলের তুলনায় ক্রেতাদের কম আকৃষ্ট করেছে। দেসু অ্যাভিয়েশনের রাফায়েল কিনতে এরই মধ্যে কাতার ও মিসর চুক্তি করেছে। চলতি বছরের জুনে কাতার যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে এফ-১৫ জঙ্গিবিমান কিনতে ১২ বিলিয়ন ডলারের চুক্তি করে। ৬ বিলিয়ন ডলারে ৭টি নৌযান কিনতেও দেশটি ইতালির সাথে চুক্তি করেছে।-রয়টার্স
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস