মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:১০:২৩

রোহিঙ্গা শরণার্থীদের অবশ্যই ফেরত নিতে হবে : জাতিসংঘ মহাসচিব

রোহিঙ্গা শরণার্থীদের অবশ্যই ফেরত নিতে হবে : জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক : জীবন বাঁচাতে পালিয়ে আসা মিয়ানমারের রাখাইন প্রদেশের নির্যাতিত রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারকে ফিরিয়ে নিতে হবে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ।

মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে ৭২তম অধিবেশনের  উদ্বোধনী বক্তৃতায় মহাসচিব এ কথা বলেন।

অ্যান্তোনিও গুতেরেজ বলেন, পালিয়ে আসা সব রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে মিয়ানমার সরকারকে।

দেশটির চলমান সহিংসতা বন্ধেরও আহ্বান জানান তিনি।

অন্য দিকে রাখাইনে সহিংসতা ও সেখানকার নিরাপত্তার বিষয় এবং বাংলাদেশে রোহিঙ্গা উদ্বাস্তু সমস্যা নিয়ে ভারত সরকার গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন জাতিসংঘের ভারতের স্থায়ী প্রতিনিধি রাজীব কুমার চান্দ।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে বিষয়টি জানান তিনি।

এর আগে চলতি সপ্তাহে জাতিসংঘের মহাসচিব রাখাইনে সেনাসদস্যদের হামলা নিয়ে বলেন, মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি এখনই ব্যবস্থা না নিলে ঘটনা ভয়ংকর রূপ নেবে।

মিয়ানমারের চলমান সহিংসতা জাতিগত নির্মূলে রূপ নিতে পারে বলে এর আগে হুঁশিয়ার করেছে জাতিসংঘ।

যদিও মঙ্গলবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে সু চি বলেন, চলমান সংকটে বিশ্ব সম্প্রদায়ের উদ্বেগে মিয়ানমার বিচলিত নয়। পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। তবে সরকার শান্তি বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।

এদিকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে নিয়ে সু চি মিথ্যাচার করেছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে