আন্তর্জাতিক ডেস্ক: টানা প্রায় ছয়মাস নির্বাসিত জীবন অতিবাহিত করে আবার দেশের মাটিতে পা রাখলেন ইয়েমেন সরকার। বুধবার এডেনে পৌঁছান প্রধানমন্ত্রী খালেদ বাহা। শিয়াপন্থী হাউতি বিদ্রোহীদের দাপটে ছয়মাস আগে রাজধানী সানা থেকে ক্ষমতাচ্যুত হন এই ইয়েমেনি প্রধানমন্ত্রী। তার মুখপাত্র সাংবাদিকদের জানিয়েছেন, নতুন করে সরকার প্রতিষ্ঠার করতেই আবর ইয়েমেনে ফিরছেন খালেদ বাহা।
কিছুদিন আগেই শিয়াপন্থীদের তোপের মুখ ক্ষমতাচ্যুত হয়ে দেশত্যাগ করতে বাধ্য হয় গোটা ইয়েমেনি মন্ত্রিসভা৷ প্রত্যাবর্তনের পর সেই সরকারের মুখপাত্র রাজে বাদি বলেছেন, ‘এডেনে নামামাত্র প্রধানমন্ত্রী নতুন করে সরকার গঠনের কথা ঘোষণা করেছেন। বাহার (ভাইস প্রেসিডেন্টও বটে) সঙ্গে মন্ত্রিসভার আরও সাতজন সদস্যও দেশে ফিরেছেন’। সেইসঙ্গে মুখপাত্র বাদি ইয়েমেনি প্রধানমন্ত্রীর এডেনে প্রত্যাবর্তনকে পাকাপাকিভাবে দেশে ফেরা বলেই ঘোষণা করেছেন।
গত জুলাই মাসে সৌদি আরবের দেওয়া নিরাপত্তাকে সম্বল করে বহুদিন বাদে দেশে ফিরেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী খালেদ বাহা ও প্রেসিডেন্ট আবেদরাব্বো মনসুর হাদি। কিন্তু কয়েকদিনের মধ্যেই ইরান সমর্থিত হাউতিদের দাপটে সৌদি আরবে ফিরে যেতে বাধ্য হন তারা।
উল্লেখ্য, গত মার্চ মাসে শিয়াপন্থী হাউতি বিদ্রোহীদের তাড়া খেয়ে ইয়েমেন ছাড়তে বাধ্য হন জাতিসংঘ অনুমোদিত সরকারের প্রধান আবেদরাব্বো মনসুর হাদি (প্রেসিডেন্ট) এবং খালেদ বাহা (প্রধানমন্ত্রী)। এর পর থেকেই উত্তর ইয়েমেনের শিয়াপন্থী পার্বত্য হাউতি বিদ্রোহীদের কবল থেকে ইয়েমেনকে মুক্ত করতে অবিরাম হামলা চালাতে শুরু করে সৌদি সরকারের নেতৃত্বাধীন আরব জোটের বিমানবাহিনী।
ভারত সহ পশ্চিমা দুনিয়ার বিভিন্ন দেশও ইয়েমেনে নিজেদের দূতাবাস বন্ধের সঙ্গে সঙ্গে নাগরিকদেরও দেশে ফেরানোর বন্দোবস্ত করে। ভারতীয় বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রনালয়ের যৌথ উদ্যোগ নিয়ে সেদেশে কর্মসূত্রে বসবাসকারী ভারতীয়দের দেশে ফিরিয়ে আনে।
১৬ সেপ্টেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/