বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭, ০১:১১:৪৬

রোহিঙ্গা বিতাড়ন ইস্যু : ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ

রোহিঙ্গা বিতাড়ন ইস্যু : ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে আশ্রয় নেয়া রোহিঙ্গা উদ্বাস্তুদের কেন্দ্রীয় সরকার ফেরত পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রাজ্যের শিশু অধিকার কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী বলেছেন, ‘একজন রোহিঙ্গা শিশুও যদি পুশ ব্যাকের শিকার হয়, তা আমরা মেনে নেব না। সে জন্যই আমরা সুপ্রিম কোর্টে মামলা করব।’

কমিশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে ওই মামলা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতিও নেয়া হয়েছে।

নরেন্দ্র মোদির সরকার ভারতে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়ায় সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে কয়েকটি জনস্বার্থ মামলা হয়েছে।

গত সোমবার কেন্দ্রীয় সরকার আদালতে হলফনামা দিয়ে রোহিঙ্গারা এ দেশে ‘বেআইনি অনুপ্রবেশকারী’ এবং ‘জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক’ বলে দাবি করেছে।

পশ্চিমবঙ্গের শিশু অধিকার কমিশনের মতে, মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে ভারতে আশ্রয় নেয়া শরণার্থী রোহিঙ্গা শিশু, নাবালক-নাবালিকাদের জোর করে ফের সে দেশে ফেরত পাঠানো অমানবিক। সেজন্য তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হবে শিশু অধিকার কমিশন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে