বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭, ০২:১১:৪০

একজনই শুধু জানেন, কোথায় আছেন হানিপ্রীত

একজনই শুধু জানেন,  কোথায় আছেন হানিপ্রীত

আন্তর্জাতিক ডেস্ক : হানিপ্রীতের সন্ধানে হন্যে হয়ে যাচ্ছে দেশের সেরা গোয়েন্দা সংস্থাগুলো। একজনই শুধু জানেন,  কোথায় আছেন হানিপ্রীত।  দিল্লিতে বসে রাখি সাওয়ান্ত দাবি করছেন, তিনি জানেন হানিপ্রীত কোথায়। রাম রহিম ও হানিপ্রীত সংক্রান্ত অসংখ্য তথ্য হাতের মুঠোয় বলে তাঁর দাবি।

রাখির ধারণা, নেপাল নয়, হানিপ্রীত আছেন লন্ডনে। তাঁর দাবি, হানিপ্রীতকে তিনি চেনেন ৭-৮ বছর ধরে। তাঁর সম্পর্কে সব কিছু তাঁর জানা। এবার রাম রহিমের জীবন নিয়ে সিনেমা করবেন তিনি, তাতে নিজে করবেন হানিপ্রীতের ভূমিকা। সেখানেই রাম রহিম আর হানিপ্রীতের সব গোপন কথা ফাঁস করে দেবেন। ছবির প্রযোজনা করছেন তিনি নিজে ও তাঁর ভাই রাকেশ সাওয়ান্ত।

ছবির নাম আব হোগা ইনসাফ। রাম রহিমের ভূমিকায় রয়েছেন রাজা মুরাদ ও তদন্তকারী অফিসারের চরিত্রে আজাজ খান। শ্যুটিং হবে দিল্লিতে, একদম ডেরা সাচা সৌদার হেডকোয়ার্টারের মত সেট বানিয়ে। তবে ছবির মুক্তির তারিখ এখনও ঠিক যায়নি।

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে