শুক্রবার, ০৬ নভেম্বর, ২০১৫, ০৪:৫৯:৪৫

ড্রোন চালানোর জন্য চীনে চালু হয়েছে বিশেষ স্কুল

ড্রোন চালানোর জন্য চীনে চালু হয়েছে বিশেষ স্কুল

আন্তর্জাতিক ডেস্ক : মনুষ্যবিহীন বিমান বা ড্রোন এখন দারুণ জনপ্রিয়। যুদ্ধ, পর্যবেক্ষণ, কৃষিকাজ থেকে শুরু করে কারখানার বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে এ ড্রোন। আর এ যানটির চালানোর প্রশিক্ষণ দিতে চীনে চালু করা হয়েছে বিশেষ স্কুল। প্রতিষ্ঠানটির লক্ষ্য হচ্ছে সারাদেশে ড্রোনের ব্যবহার ছড়িয়ে দেয়া। শুরুর দিকে ড্রোন সেনাবাহিনী ব্যবহার করলেও এখন চলচ্চিত্র, ফটোগ্রাফি, খেলাধুলা, কৃষিকাজ এমনকি শিক্ষা কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে। মানুষ যা করতে পারে না ড্রোন তা অনায়াষে করে ফেলতে পারে। তাই বিশ্বজুড়ে ড্রোনের জনপ্রিয়তা বেড়েই চলেছে। তবে ড্রোন চালাতে থাকতে হবে লাইসেন্স। আর এই বিষয়টি মাথায় রেখে চালু করা হয়েছে বিশেষ এই স্কুল। শুরুতেই দারুণ সাড়া পেয়েছেন উদ্যোক্তারা। প্রশিক্ষক ইয়ান ইয়ে বলেন, প্রশিক্ষণের শেষে আমরা একটা পরীক্ষা নেই। সেটা লিখিত ও ব্যবহারিক দুই ভাগে বিভক্ত। এই দুধাপ পেরোতে পারলেই, ড্রোন চালানোর লাইসেন্স পাওয়া যাবে। প্রশিক্ষণ নিয়ে নিজেরাই ড্রোন চালাতে পারায়, উৎফুল্ল শিক্ষার্থীরাও। এক জন শিক্ষার্থী বলেন, আমি প্রশিক্ষণ শেষে নিজের প্রতিষ্ঠান শুরু করবো। আর আমার প্রতিষ্ঠান হবে ড্রোনের যাবতীয় যন্ত্রাংশ নিয়ে। কারণ আধুনিক পৃথিবীতে ড্রোনের প্রয়োজনীয়তা ব্যপক। নিরাপত্তাসহ বিভিন্ন ধরনের কাজে ড্রোন ব্যবহার করা যায়। এছাড়া চীনের এই বিশেষ স্কুলকে সাধুবাদ জানিয়েছে বিষেশজ্ঞরা। ৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমইউ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে