সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:৩১:৪৭

রাখাইনে হিন্দুদের গণকবরের সন্ধান

রাখাইনে হিন্দুদের গণকবরের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইনে হিন্দু ধর্মাবলম্বী রোহিঙ্গাদের একটি গণকবরের সন্ধান পেয়েছে দেশটির সেনাবাহিনী। মিয়নমারের সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, ওই গণকবরে কেবলমাত্র হিন্দুদের মৃতদেহ পাওয়া গেছে। সেনাবাহিনীর দাবি, রোহিঙ্গা মুসলিম জঙ্গিরা ওই হিন্দুদের হত্যা করছে।

মিয়ানমারের সেনাবাহিনীর ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতি থেকে জানা গেছে, উত্তরাঞ্চলীয় রাখাইন প্রদেশের একটি গ্রাম থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি গণকবর খুঁড়ে মোট আটাশটি মৃতদেহ বের করে এনেছে, এদের সবাই হিন্দু ধর্মাবলম্বী, বেশীরভাগই মহিলা। যদিও ওই এলাকায় চলাচল নিয়ন্ত্রিত থাকার কারণে সেনাবাহিনীর এই অভিযোগ যাচাই করা সম্ভব হয়নি।

রাখাইনে গত পঁচিশে অগাস্ট থেকে সহিংসতা শুরু হবার পর এখন পর্যন্ত চার লাখ ত্রিশ হাজারের বেশী রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে এসেছে।

জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি বিবিসিকে বলেছেন, নির্মম হত্যাকাণ্ড, নির্যাতন এবং বাড়িঘর আগুনে জ্বালিয়ে দেয়ার কারণে রোহিঙ্গারা আতঙ্ক আর উদ্বেগে দিন কাটাচ্ছে। রাখাইনে চলমান সহিংসতাকে ‘জাতিগত নিধন’ বলে বর্ণনা করেছে জাতিসংঘ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমারের সরকার।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে