আন্তর্জাতিক ডেস্ক : শারদোৎসবের আগেই দেশে বড়সড় রাসায়নিক বিস্ফোরণের ছক বানচাল করল সেনা। সোমবার ভোরে অসমের নওগাঁতে বিপুল পরিমাণ রাসায়নিক বিস্ফোরক উদ্ধার করেছে সেনা ও পুলিশ। বড়সড় হামলার ঘটনা ঘটানোর লক্ষেই এই ধরনের বিস্ফোরক জড় করা হচ্ছিল বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিন গোপন সূত্রে খবর পেয়ে ভোর পাঁচটা থেকে সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ যৌথভাবে অভিযান চালায়। সেই অভিযানে ওই বিস্ফোরক সহ তিনজনকে ধরা হয়েছে। ধৃতদের নাম মামনি দাস, জ্যোতিন দাস ও অপূর্ব দাস।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ আগেই জানিয়েছিল যে দেশে রাসায়নিক হামলার ছক সাজানো হচ্ছে। এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকও উদ্বিগ্ন ছিল। কিন্তু দেশের অন্দরে এভাবে বিস্ফোরক জমা হচ্ছে সেই ব্যাপারে কোনও রিপোর্ট ছিল না গোয়েন্দাদের কাছে। অন্যদিকে, সম্প্রতি, বাংলাদেশের জেএমবি ঘাঁটি থেকে প্রচুরে রাসায়নিক বিস্ফোরক উদ্ধার হয়েছে।
সেই জেএমবি জঙ্গিদের সঙ্গে এই ঘটনার লিংক রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। ধৃতরা কোন জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িত, সেব্যাপারে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। অদূর ভবিষ্যতে যে ভারতে রাসায়নিক হামলা হতে পারে সেব্যাপারে হুঁশিয়ারি দিয়েছিলেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর। আর তার জন্যও ভারতীয় সেনাকে তৈরি হতেও বলেছিলেন তিনি। এর জন্য রাসায়নিক অস্ত্র ব্যবহারের পাঠ নিতেও বলেন তিনি।
একই ধরনের হুঁশিয়ারি দেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতও। প্রতিরক্ষা গবেষণা সংস্থা বা ডিআরডিও’র এক অনুষ্ঠানে এই সতর্কবার্তা দেন সেনাপ্রধান। ভারতীয় সেনাবাহিনীর কাছে পরমাণু, জৈব এবং রাসায়নিক যুদ্ধ পরিস্থিতিতে ব্যবহার উপযোগী যান বা এনবিসিআরভি হস্তান্তরও করা হয় ওই অনুষ্ঠানে। এসব পরিস্থিতিতে ব্যবহারের জন্য গুরুত্বপূর্ণ ওষুধও হস্তান্তর করা হয়েছিল। --কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম.জে