সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৩৫:৪২

‘উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকানোর ব্যবস্থা নেই আমেরিকার’

‘উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকানোর ব্যবস্থা নেই আমেরিকার’

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার দিকে ছুটে আসা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ঠেকানোর ব্যবস্থা অস্ত্র ভাণ্ডারে সম্ভবত নেই। এমনটাই মনে করছেন সমর বিশ্লেষকরা। উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে বলে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে এমনটাই জানাচ্ছেন সামরিক বিশ্লেষকরা।

সামরিক এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ক্ষেত্রের কোনও কোনও বিশ্লেষক আরো এক ধাপ এগিয়ে বলছেন, আমেরিকা বা তার মিত্র দেশগুলোর লক্ষ্যবস্তুর দিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে বলে আগাম খবর পেলেও তা ধ্বংস করার সাধ্য মার্কিন সেনাবাহিনীর হবে না।

গত ১৫ সেপ্টেম্বর মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে পিয়ংইয়ং। জাপানের হোক্কাইডো দ্বীপের ওপর দিয়ে প্রশান্ত মহাসাগরে পড়ার আগে এটি ৪৮০ মাইল বা ৭৭০ কিলোমিটার উচ্চতায় উঠেছিল। ইউনিয়ন অব কনসার্নড সায়েন্টিস এ তথ্য দিয়েছে। আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থা প্লাউশেয়ার ফান্ডের প্রতিষ্ঠাতা জোশেপ সিরিনসিওনে বলেন, অত উঁচু দিয়ে আসা ক্ষেপণাস্ত্র ঠেকানোর ক্ষমতা জাপানের নেই।

প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট ডিফেন্স ওয়ানকে তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র যে উচ্চতায় গেছে, প্রচলিত কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এখনো ওই উচ্চতা পর্যন্ত যেতে পারে নি। এদিকে, সিরিনসিওনের বক্তব্যকে অনেকাংশে সমর্থন করেছেন অলাভজনক সংস্থা র‍্যান্ড কর্পোরেশনের বিশ্লেষক ব্রুস বেনেট।

তিনি বলেন, অত উঁচু দিয়ে আসা ক্ষেপণাস্ত্র ঠেকানো যেতে পারে বা ঠেকানোর চেষ্টা ব্যর্থও হতে পারে। এ নিয়ে নিশ্চিত হয়ে কিছু বলার উপায় নেই বলে মন্তব্য করেন তিনি।  -কলকাতা২৪

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে