আন্তর্জাতিক ডেস্ক : শিশু সংশোধনাগার ভেঙে পালালো বেশ কিছু অপ্রাপ্তবয়স্ক আসামী। খুনী ও নারীর সম্ভম নষ্ট করার মত আসামীরাও রয়েছে ফেরারদের তালিকায়। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের মুঙ্গের জেলায়। সোমবার পুলিশ জানায়, সংশোধনাগারের ধাতব জানলা এবং প্রবেশদ্বার ভেঙে আসামীরা পালিয়ে যায়।
পুলিস সূত্রে জানা গিয়েছে, মুঙ্গের জেলার শিশু সংশোধনাগার থেকে ৮৬ জন আসামীর মধ্যে ৩৪ জন পালিয়ে যায় রোববার রাতে। তবে একঘণ্টার মধ্যেই পুলিশ ১২ জনকে আবার ধরে নিয়ে আসে শিশু সংশোধনাগারে।
মুঙ্গের পুলিশ প্রধান আশিস ভারতী বলেন, 'বন্দীরা লোহার গ্রিল ও ধাতব প্রবেশদ্বার ভেঙে একরাতের মধ্যেই পালিয়ে যায়।' পুলিস প্রধান আরও জানান, বেশিরভাগই সাজাপ্রাপ্ত আসামী। খুন-সম্ভ্রমহানী-চুরি-ডাকাতির মত গুরুত্বপূর্ণ অপরাধের জন্য বেশ কিছু জনের শুনানি চলছে আদালতে।
পুলিশ এই ঘটনার তদন্ত করছে। কোনও পুলিশ কর্মী বা সংশোধনাগারের কেউ বন্দীদের পালিয়ে যাওয়ার ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ২০১৫ সালে মুঙ্গেরের এই সংশোধনাগার থেকে ১০০ জন আসামী বিছানার চাদর ব্যবহার করে দেওয়াল টপকে পালিয়ে যায়।
১৮ বছরের নীচে যাদের বয়স সেইসব ৩১০০ জন আসামীকে জুভেনাইলে রাখা হয়। অন্য অপরাধীদের থেকে আলাদাই থাকে তারা। জুভেনাইলে কোনও সশস্ত্র নিরাপত্তরক্ষী নেই। কয়েদিরা অনেকসময়ই নিজেদের সেল ছেড়ে ডরমিটরিসে গিয়েও ঘুমায়।
অপর্যাপ্ত নিরাপত্তারক্ষীর অভাবেই এ ধরনের ঘটনা ঘটেছে বলে মনে করছে বিহারের পুলিশ মহল। ফেরার কয়েদিদের খোঁজে বাসস্ট্যান্ড, রেলস্টেশনে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। রাস্তায় চলছে পুলিশি নাকাও।
এমটিনিউজ/এসএস