ভারতে গোহত্যা ও মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞ আবেদন খারিজ
আন্তর্জাতিক ডেস্ক : গরু হত্যা এবং গরুর মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারির আবেদন খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। পাশাপাশি ওই আরজি নিছক নজর কাড়ার পদক্ষেপ বলে মন্তব্য সরকারি কর্মকর্তাদের।
শুক্রবার দিল্লি হাইকোর্টে বাতিল হয়ে গেল রাজধানী ও সংলগ্ন এলাকায় গরুর মাংস উত্পাদন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করার আরজি। প্রধান বিচারপতি জি রোহিনী এবং বিচারপতি জয়ন্ত নাথের বেঞ্চ আবেদনটি ভুল ধারণার উপর ভিত্তি করে তৈরি বলে তা খারিজ করে দিয়েছে।
এদিন মামলার শুনানিতে দিল্লি সরকারের পক্ষ থেকে আইনজীবী সঞ্জয় ঘোষ জানান, গবাদি পশুর নিরাপত্তার জন্য ইতিপূর্বে দিল্লি গবাদি পশুরক্ষা আইন বহাল রয়েছে। আদালতের কাছে তিনি জানান, আবেদনটি নিছক দৃষ্টি আকর্ষণ করার জন্য পেশ করা হয়েছে এবং এই কারণে তা বাতিল করা হলো।
সরকারি আইনজীবী সঞ্জয় ঘোষ আরও জানান, আইন অনুসারে দিল্লি এলাকার ভিতর থেকে কোনও গবাদি পশু হত্যা করার উদ্দেশ্যে বাইরে চালান করা, চালানের চেষ্টা করা বা সেই চেষ্টায় মদত দেওয়া দণ্ডণীয় অপরাধ। একই সঙ্গে তিনি জানান, 'আবেদনকারীর হেফাজতে কোনও গবাদি পশু থাকলে এবং তার নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকলে তিনি তা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন।'
সরকারি আইনজীবীর আরজি শোনার পর সংশ্লিষ্ট আবেদনটি ভূল ধারণার বশবর্তী বলে মন্তব্য করে তা খারিজ করে দেয় হাইকোর্টের বেঞ্চ।
প্রসঙ্গত, ১৯৩২ সালে জম্মু ও কাশ্মীরে চালু হওয়া 'রণবীর দণ্ডবিধি'-র অনুসরণে দিল্লি ও সংলগ্ন অঞ্চলে গো-হত্যা ও মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করতে হাইকোর্টে এই আবেদন জমা দেন স্বামী সত্যানন্দ চক্রধারী নামে এক ব্যক্তি।
৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�