রাশিয়াকে রুখতে প্রতিবেশী দেশগুলোতে ন্যাটোর স্থায়ী সেনা
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার মোকাবেলায় প্রতিবেশী দেশগুলোতে স্থায়ীভাবে সেনা মোতায়েন করার পরিকল্পনা নিয়েছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটো। রাশিয়ার পক্ষ থেকে দিন দিন ঝুঁকি বাড়ছে এমন অজুহাতে সেনা মোতায়েনের পরিকল্পনা নিয়েছে সংস্থাটি।
গতকাল (বৃহস্পতিবার) ন্যাটো মাহসচিব জেন্স স্টোলটেনবার্গ সেনা মোতায়েনের পরিকল্পনার কথা জানান। রাশিয়ার প্রতিবেশী দেশগুলোতে সেনা মোতায়েন করা হলে তা হবে ১৯৯৭ সালের চুক্তির সঙ্গে সাংঘর্ষিক পদক্ষেপ। পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও নিরাপত্তা ইস্যুতে ‘ফাউন্ডিং অ্যাক্ট’ নামের ওই চুক্তি সই করে দু পক্ষ। চুক্তি অনুসারে, রাশিয়ার প্রতিবেশী দেশগুলোতে ন্যাটো বাড়তি কোনো সেনা মোতায়েন করতে পারবে না যা ক্রেমলিনের জন্য অস্বস্তির কারণ হয়।
সম্ভাব্য সেনা মোতায়েন প্রসঙ্গে ন্যাটো মহাসচিব বলেন, “গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সামরিক উপস্থিতি রয়েছে।” তার এ বক্তব্যের পর ধারণা করা হচ্ছে- ন্যাটোর আগের আচরণে পরিবর্তন আসতে পারে।
বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর ও পূর্ব ভূমধ্যসাগরে রুশ সেনা মোতেয়নের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ন্যাটো মহাসচিব। এসব সেনা মোতায়েনের ফলে রাশিয়া দীর্ঘদিনের দুর্বলতা কাটিয়ে উঠে সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী যুদ্ধ চালাতে সক্ষম হচ্ছে। রাশিয়ার এ পদক্ষেপ সম্পর্কে স্টোলটেনবার্গ বলেন, কিছু এলাকা থেকে মস্কো ন্যাটো জোটকে তাড়িয়ে দেয়ার চেষ্টা করছে।-রেডিও তেহরান।
৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�