মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭, ১১:১৯:২১

পাকিস্তানকে কড়া ভাষায় ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি!

পাকিস্তানকে কড়া ভাষায় ভারতীয় সেনাপ্রধানের হুঁশিয়ারি!

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান নিজেদের না বদলালে আবার ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর মতো হামলা চালিয়ে পাকিস্তানকে শিক্ষা দিতে পারে ভারত।  এই ভাষাতেই প্রতিবেশী দেশকে সতর্ক করলেন ভারতের সেনা প্রধান বিপিন রাওয়াত।

সেনা প্রধান বলেন, সীমান্তের ওপার থেকে সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করলে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার মতো প্রয়োজনীয় সামরিক সম্ভার এবং বিকল্প ভারতের হাতে রয়েছে।  ঠিক যেভাবে এক বছর আগে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালিয়েছিল ভারতীয় সেনা, ঠিক একই কায়দায় ভারতীয় সেনা আরও অভিযান চালাতে প্রস্তুত বলেই পাকিস্তানকে হঁশিয়ারি দিয়েছেন রাওয়াত।

সীমান্ত পেরিয়ে এদেশে অনুপ্রবেশকারী জওয়ানদের যথাযথ ‘আপ্যায়ণ’ এবং ‘মাটির আড়াই ফুট নীচে পুঁতে দেওয়ার মতো’ শক্তিশালী বাহিনী এবং সামরিক অস্ত্র ভারতের হাতে রয়েছে বলেই জানিয়েছেন আত্নবিশ্বাসী সেনা প্রধান।

রাওয়াতের দাবি, পাক সেনা এবং আইএসআই যৌথভাবে জঙ্গিদের সীমান্ত পেরিয়ে এদেশে অনুপ্রবেশে সাহায্য করছে।  সেনা প্রধানের কথা, আমরা তৈরি আছি।  সীমান্তের ওপার থেকে জঙ্গীরা এসেই চলেছে।  আর আমরা তাদের স্বাগত জানানোর জন্য বসে আছি।  ওদের যথাযথ আপ্যায়ণ জানিয়ে মাটির আড়াই ফুট নীচে পাঠিয়ে দিচ্ছি।

রবিবারই কাশ্মীরের উরির কালগাই অঞ্চলে জঙ্গী হানার চেষ্টা ব্যর্থ করেন ভারতীয় সেনা জওয়ানরা।  এই ঘটনায় সেনা জওয়ানদের হাতে চার জঙ্গীর মৃত্যু হয়।  ঠিক তার পরের দিনই পাকিস্তানকে কড়া ভাষায় সতর্ক করলেন ভারতীয় সেনা প্রধান।  সূত্র: এবেলা
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে