মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৩১:৫৯

আইন মেনে মুসলমান বিতাড়ন হবেই, সিদ্ধান্ত বিজেপির জাতীয় বৈঠকে

 আইন মেনে মুসলমান বিতাড়ন হবেই, সিদ্ধান্ত বিজেপির জাতীয় বৈঠকে

আন্তর্জাতিক ডেস্ক : যত বিতর্কই হোক, দেশে অবৈধ ভাবে বসবাসকারী মুসলমান বিতাড়ন হবেই। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে এবার সিলমোহর দিল বিজেপির জাতীয় কর্মসমিতি।

রোহিঙ্গা মুসলমানদেন ভারত ছাড়া করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের পাশেই দাঁড়াল শাসক দলের জাতীয় কর্মসমিতি। দু’দিনের বৃহত্তর জাতীয় কর্মসমিটির বৈঠক শেষ হয়েছে সোমবার। আর তার পরেই দলের সিদ্ধান্ত সাংবাদিকদের জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকড়ি।

২,২০০ পার্টি পদাধিকারীর উপস্থিতিতে ওই বৈঠকে নরেন্দ্র মোদীর ‘নতুন ভারত— ২০২২’ স্বপ্ন বাস্তবায়নে ছ’দফা এজেন্ডা নিয়েছে বিজেপি।

এ ছাড়াও গডকড়ি জানিয়েছেন, রোহিঙ্গা বিতড়ন নিয়ে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে দলের সমর্থন থাকছে। এই প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গা মুসলমানদের ত্রাণ পাঠিয়ে কেন্দ্র মানবিকতার পরিচয় দিয়েছে। কিন্তু ভারতের মাটিতে রোহিঙ্গা মুসলমানদের থাকতে দিয়ে দেশের নিরাপত্তার সঙ্গে সমঝোতা করবে না বিজেপি।-এবেলা
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে