বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭, ০২:৩৭:২৪

শ্রীলঙ্কায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ওপর বৌদ্ধ ভিক্ষুদের হামলা

শ্রীলঙ্কায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ওপর বৌদ্ধ ভিক্ষুদের হামলা

আন্তর্জাতিক  ডেস্ক :  শ্রীলঙ্কায় জাতিসংঘের একটি সেফ হাউসে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে চরমপন্থী বৌদ্ধরা। রাজধানী কলম্বোতে এ ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ জানিয়েছে।

এ ঘটনার পর ওই সেফ হাউজে থাকা ৩১ রোহিঙ্গা শরণার্থীকে অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়েছেন কর্মকর্তারা। পুলিশের মুখপাত্র রুয়ান গুনাসেকারা জানিয়েছেন, সন্দেহভাজন দুই ভারতীয় মানবপাচারকারীর মাধ্যমে গত এপ্রিলে সাগর পাড়ি দিয়ে শ্রীলংকায় আসে এসব রোহিঙ্গা। পরে তাদেরকে পুলিশের একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়।

সিনহালি জাতিকা বালামুলুওয়া নামের একটি চরম জাতীয়তাবাদি গ্রুপ তাদের ফেসবুক পেজে লাইভ সম্প্রচারে দেখানো হয়েছে, বৌদ্ধ ভিক্ষু ও কিছু বেসামরিক নাগরিক ওই সেফ হাউজের ওপর হামলা চালায় ।

এসময় তারা চিৎকার করে শ্লোগান দিচ্ছিল, সন্ত্রাসীদের এ দেশে আশ্রয় নয়। হামলার নেতৃত্বদানকারী আকমিমানা দায়ারাত্নে নামে এক বৌদ্ধ ভিক্ষু এসময় বলেন, এই রোহিঙ্গারা সন্ত্রাসী। তারা মিয়ানমারে আমাদের বৌদ্ধ ভিক্ষুদের হত্যা করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেছেন, আমরা হামলাকারীদের সরিয়ে দিয়েছি এবং রোহিঙ্গাদের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ পরে রোহিঙ্গাদের জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআইরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে।

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে