বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭, ০৩:৪৮:৫৮

আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের থেকে 'পিছিয়ে পড়ল' ভারত

আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের থেকে 'পিছিয়ে পড়ল' ভারত

আন্তর্জাতিক ডেস্ক :  কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসংঘে পাকিস্তানের মুখোশ ভারত খুলে দিয়েছে। কিন্তু আরেক আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের থেকে 'পিছিয়ে পড়ল' ভারত। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 'গ্লোবাল কম্পিটিটিভনেস' নিয়ে ২০১৭-১৮ সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে, আগের অবস্থান থেকে একধাপ নেমে এসেছে ভারত।

উল্টোদিকে পাকিস্তান এগিয়েছে বা উপরে উঠে এসেছে ৭ ধাপ। ১৩৭টি দেশকে নিয়ে এই রিপোর্ট তৈরি করেছে ডব্লিউইএফ। রিপোর্টে বলা হয়েছেস দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের স্কোরই সর্বোচ্চ। শীর্ষে রয়েছে ভারত। গত বছর অবশ্য ভারত ১৬ ধাপ উপরে উঠে এসেছিল। ৫৫ থেকে উঠে এসেছিল ৩৯ নম্বরে।

কিন্তু এখন আবার একধাপ নেমে ভারতের অবস্থান ৪০-এ। আর পাকিস্তান রয়েছে ১১৫ নম্বর স্থানে। গত বছর পাকিস্তান ছিল ১২২ নম্বরে। ১২টি ক্যাটেগরির উপর ভিত্তি করে তৈরি হয় এই 'গ্লোবাল কম্পিটিটিভনেস ইনডেক্স'।

১২টি ক্যাটেগরির প্রত্যেকটিকে বলা হয়, 'পিলার্স অফ কম্পিটিটিভনেস'। প্রতিষ্ঠান, পরিকাঠামো, স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা, দক্ষ শ্রমিকের বাজার, অর্থনৈতিক উন্নয়ন, প্রযুক্তিগত তত্পরতা ও আরও বিভিন্ন বিষয় রয়েছে এই ১২টি ক্যাটেগরির মধ্যে। -জিনিউজ

এমটিনিউজ২৪/এম.জে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে