আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের আইন অনুযায়ী কোনো জমি পুড়ে গেলে তার ওপর সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়ে যায়। রাখাইন রাজ্যে এই আইনকে অস্ত্র হিসেবে যথেচ্ছ ব্যবহার করছে মিয়ানমার সরকার।
গেল এক মাস ধরে জ্বালিয়ে-পুড়িয়ে দেয়া রাখাইন জনপদের সব পোড়া ভিটেমাটি জমিজমা নিয়ন্ত্রণে নিয়ে সরকারি ব্যবস্থাপনার আওতায় এনেছে মিয়ানমার সরকার।
মিয়ানমারের পত্রিকা ‘গ্লোবাল নিউ লাইট অফ মিয়ানমার’ খবর প্রকাশ করেছে, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাখাইনের রাজধানী সিতওয়েতে এক সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন দেশটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক মন্ত্রী উইন মিয়াত।
উইন মিয়াতের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, পুড়ে যাওয়া এলাকায় পুনর্গঠনের পরিকল্পনা নিয়েছে সরকার। তবে সে পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। রোহিঙ্গারা দেশে ফিরলে, তারা এসব জমি আদৌ ফিরে পাবে কিনা- সে বিষয়েও কোনো মন্তব্য করেননি তিনি।
স্যাটেলাইটে পাওয়া চিত্র দেখে মানবাধিকার সংস্থাগুলো বলছে, গত এক মাসে রাখাইনে ৪০০-রও বেশি রোহিঙ্গাঅধ্যুষিত গ্রাম পুড়িয়ে দেয়া হয়েছে। মিয়াতের এমন বক্তব্যের পর, এসব রোহিঙ্গা নিজ এলাকায় ফিরে গেলে জমি ফেরত পাবে কিনা- সেটি নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।
এমটিনিউজ২৪ডটকম/এপি/ডিসি