বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭, ০৬:৪৮:৩৭

'আইএস সদস্যদের হেলিকপ্টারে করে সরিয়ে নিচ্ছে আমেরিকা'

'আইএস সদস্যদের হেলিকপ্টারে করে সরিয়ে নিচ্ছে আমেরিকা'

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, আমেরিকা হেলিকপ্টারে করে সিরিয়া থেকে উগ্রবাদী গোষ্ঠী আইএস সদস্যদের অন্যত্র সরিয়ে নিচ্ছে যাতে পরবর্তী কোনো অশুভ কাজে তাদের ব্যবহার করা যায়।

রাশা টুডে’কে দেয়া এক সাক্ষাৎকারে মুয়াল্লেম বলেন, ‘সিরিয়ার বিভিন্ন স্থান থেকে আইএস সন্ত্রাসীদেরকে মার্কিন হেলিকপ্টারে উঠিয়ে নেয়া হয়েছে বলে আমাদের কাছে দলিল-প্রমাণ ও প্রত্যক্ষদর্শী রয়েছে। সম্ভবত এসব সন্ত্রাসীকে আমেরিকা অন্য কোনো এলাকায় ব্যবহার করতে চায়। ’

মুয়াল্লেম আরো বলেন, সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি সম্পূর্ণ অবৈধ কারণ, এই উপস্থিতির জন্য দামেস্ক সরকারের অনুমতি নেয়া হয়নি।

সিরিয়া সরকারের আহ্বানে সাড়া দিয়ে দেশটিতে রাশিয়া সন্ত্রাসবিরোধী যুদ্ধ চালাচ্ছে বলে জানান মুয়াল্লেম। তিনি বলেন, সিরিয়ায় রাশিয়া ও আমেরিকার উপস্থিতির পার্থক্য বুঝতে হবে। রাশিয়া সন্ত্রাস বিরোধী যুদ্ধে দামেস্ককে সহযোগিতা করার জন্য সিরিয়ায় এসেছে; কিন্তু আমেরিকা সিরিয়ায় সেনা অভিযান চালিয়ে সেদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।

সিরিয়া সরকার কিংবা জাতিসংঘের অনুমোদন না নিয়েই ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে সিরিয়ার অভ্যন্তরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন সেনারা। আমেরিকা আইএসের অবস্থানে হামলা চালানোর দাবি করলেও মার্কিন হামলায় বহুবার বেসামরিক মানুষ নিহত হয়েছে। এ ছাড়া, সিরিয়া থেকে আইএসের নির্মূলেও এসব হামলা কোনো কাজে আসেনি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে