আন্তর্জাতিক ডেস্ক : আগামী সপ্তাহে তেহরান সফর করবেন তুরস্কের উঁচু পর্যায়ের সামরিক একটি প্রতিনিধিদল। চিফ অব জেনারেল স্টাফ জেনারেল হুলুশি আকার নেতৃত্বে প্রতিনিধিদলের এই সফর অনুষ্ঠিত হবে। ইরানিয়ান সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে।
ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরির (সি) আঙ্কারা সফরের প্রেক্ষিতে এই সফর অনুষ্ঠিত হবে। তুরস্কের সফরকারী দল প্রত্যাশা করছে- আঙ্কারা সফরকালীন ইরানের প্রতিনিধিদের দেয়া প্রতিশ্রুতি ও চুক্তি বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হবে।
উল্লেখ্য ১৯৭৯ সালে ইরানের ইসলামিক বিপ্লবের পর জেনারেল বাকেরির তিনদিনের তুরস্ক সফরই ছিল কোনো ইরানি সেনা প্রধানের প্রথম তুরস্ক সফর। তার সঙ্গে ছিল একটি উঁচু পর্যায়ের রাজনৈতিক ও সামরিক প্রতিনিধিদল। প্রতিনিধি দল প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের সাথেও সাক্ষাৎ করেছিল। সফরের সময় বাকেরি তুর্কি কর্মকর্তাদের সাথে যৌথ প্রশিক্ষণ কোর্স পরিচালনা, সামরিক শিক্ষাখাতে পারস্পরিক সহযোগিতা ও শিক্ষার্থী বিনিময় এবং সন্ত্রাস বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে তথ্য বিনিময়ের মাত্রা বাড়াতে সম্মত হয়েছিলেন।
সূত্র: মিডল ইস্ট মনিটর
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস