বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:৪৪:০৯

সেনাবাহিনীকে সতর্ক থাকার আহ্বান, আক্রমণ করবে যুক্তরাষ্ট্র!

সেনাবাহিনীকে সতর্ক থাকার আহ্বান, আক্রমণ করবে যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন হুমকির মোকাবেলায় সেনাবাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। ভেনিজুয়েলার প্রতি ইঞ্চি ভূমি রক্ষায় দেশের সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। ভেনিজুয়েলার বিরুদ্ধে নতুন করে মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপকে কেন্দ্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাদুরোর তীব্র বাকযুদ্ধের পর এ আহ্বান জানানো হয়।

মারাকে নগরীতে সামরিক মহড়ার অবকাশে ভেনিজুয়েলার শীর্ষস্থানীয় সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বড় অপরাধ তৎপরতার নিয়োজিত সাম্রাজ্যবাদী শক্তি ভেনিজুয়েলাকে লজ্জাজনক ভাষায় হুমকি দিয়েছে। এ অবস্থায় শান্তি রক্ষায় ভেনিজুয়েলার সেনাবাহিনীকে সদা প্রস্তুত থাকতে হবে বলেও জানান তিনি।

ভেনিজুয়েলার কোনো কোনো কর্মকর্তার বিরুদ্ধে আমেরিকা ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের দু'দিনের মাথায় এ আহ্বান জানালেন তিনি। এ ছাড়া, মাদুরোসহ দেশটির ২০ শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে