শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ০৩:৪৪:৩৩

নারীরা গাড়ি চালালে দুর্ঘটনা কমবে : সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী

নারীরা গাড়ি চালালে দুর্ঘটনা কমবে : সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণে সড়ক দুর্ঘটনা কমবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুলাজিজ বিন সৌদ বিন নায়েফ। তিনি বলেন, “নারীরা গাড়ি চালালে সড়কে নিরাপত্তার বিষয়টি শিক্ষাগত অনুশীলনে পরিণত হবে।”

বিশ্বে যেসব দেশে সড়ক দুর্ঘটনায় নিহতের হার অনেক বেশি সেগুলোর মধ্যে সৌদিআরব একটি। দেশটিতে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় গড়ে ২০ জনের মৃত্যু হয় বলে জানিয়েছে বিবিসি।

গত মঙ্গলবার সৌদি আরবের বাদশাহ সালমান একটি ফরমান জারি করে দেশটির নারীদের গাড়ি চালানোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। আগামী বছর জুনে থেকে ওই ফরমান কার্যকর হবে; যার মাধ্যমে সৌদি নারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

বৃহস্পতিবার টুইটারে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নারীরা গাড়ি চালালে সড়কে নিরাপত্তার বিষয়টি শিক্ষাগত অনুশীলনে পরিণত হবে এবং এটা দুর্ঘটনার কারণে মানুষের মৃত্যুর হার কমানোর পাশাপাশি অর্থনৈতিক ক্ষতিও কমবে।”

“আমাদের নিরাপত্তা বাহিনী পুরুষ ও নারী উভয়ের উপর সড়ক নিরাপত্তা আইন প্রয়োগের জন্য প্রস্তুত আছে।”

যদিও কিভাবে সড়ক দুর্ঘটনা কমবে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে