ভারত মানবাধিকার লঙ্ঘন করছে : নেপাল
আন্তর্জাতিক ডেস্ক : মানবাধিকারের অপপ্রয়োগ করছে ভারত। নেপাল-ভারত সীমান্ত বিষয় নিয়ে শুক্রবার ভারতের বিরুদ্ধে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন নেপাল। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে যোগ দিয়ে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি বলেন, এক দশক আগের পুরনো দ্বন্দ্ব নিয়ে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে ভারত। তার দাবি, ওই পুরানো দ্বন্দ্ব মেটানোর জন্য নেপাল একটি অন্তর্বর্তীকালীন বিচার প্রক্রিয়া শুরু করেছে। তা সত্ত্বেও বিষয়টি আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে আনার চেষ্টা করছে ভারত। কলকাতা ২৪ এর এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
নাম না করে নেপালের প্রধানমন্ত্রী জানান, কয়েকদিন আগে প্রতিবেশী এক রাষ্ট্রনেতা সতর্কবার্তা দিয়েছিলেন যে, নেপালের বিরুদ্ধে ভারত তার শক্তি প্রয়োগ করবে। সেটাই সত্যি হতে চলেছে বলে মনে করছেন কে পি শর্মা। নেপালের শান্তি প্রক্রিয়া বজায় রাখার ব্যাপারে জাতিসংঘেরও জানা আছে। একথা জানিয়ে তার প্রশ্ন, ভারত কিভাবে জাতিসংঘকে উপেক্ষা করছে? এর জবাবে মানবাধিকার কাউন্সিলের বৈঠকে অংশগ্রহণকারী ভারতের প্রতিনিধি জানান, সত্য ও জবাবদিহি কমিশনের কার্যকারিতা নিশ্চিত হওয়া প্রয়োজন এবং সহিংস বিদ্রোহের জন্য দায়ী ব্যক্তিদের বিচার ও তার সুপারিশের পূর্ণ বাস্তবায়ন জরুরি। এ ব্যাপারে কে পি শর্মার দাবি, সত্য ও জবাবদিহি কমিশন সহ আরেকটি কমিশন বসানো হয়েছে। এই দুটি কমিশনে খুন, অত্যাচার এবং সকল রকমের অনৈতিক কর্মকাণ্ডের মত যুদ্ধাপরাধ বিষয় নিয়ে তদন্ত চলছে।
অতীতে নেপাল যুদ্ধের মুখোমুখি হয়েছে। তাই আর যুদ্ধের মুখোমুখি হতে চায় না জানিয়ে নেপালের শান্তি রক্ষার ব্যাপারে এদিন জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করেন কে পি শর্মা।
৬ নভেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�