আন্তর্জাতিক ডেস্ক : বাগদাদি জীবিত। নতুন অডিও বার্তায় এমনই তথ্য মিলছে। ইসলামিক স্টেট গ্রুপ একটি অডিও বার্তা প্রকাশ করেছে। সেখানেই তারা দাবি করছে যে এ বার্তাটি আইএস নেতা আবু বকর আল বাগদাদীর। অর্থাৎ তাদের দাবি জঙ্গি নেতা বাগদাদি এখনও জীবিত রয়েছে।
এর আগে অন্তত এক বছর আগে মিস্টার বাগদাদীর একটি অডিও বিবৃতি পাওয়া গিয়েছিল।এরপর ধারণা করা হয়েছিলো যে বাগদাদী মারা গিয়েছে। সর্বশেষ অডিও বার্তাটিতে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার প্রসঙ্গও রয়েছে। এই কারণেই ধারণা করা হচ্ছে প্রায় ৪৬ মিনিটের অডিও বার্তাটি সাম্প্রতিক কালের মধ্যেই রেকর্ড করা হয়েছে এবং তা বাগদাদির।
ওয়াশিংটন বার্তাটি পরীক্ষা করে দেখছে তবে এর সত্যতা নিয়ে কোন সন্দেহ নেই বলেই মনে করছে তারা। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একজন মুখপাত্রেরও ধারণা বাগদাদী বেঁচে রয়েছে। এই বার্তায় আইএস নেতা বাগদাদী ইরাকের মসুলের লড়াই সম্পর্কেও কথা বলেছেন। তবে অনলাইনে প্রকাশিত এ বার্তার সাথে কোন ভিডিও বা ছবি দেয়া হয়নি। সেখানেই তৈরি হয়েছে ধন্ধ। --কলকাতা২৪
এমটিনিউজ২৪/এম.জে