শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ০৪:০১:৫২

মুম্বাইয়ে রেলস্টেশনের ফুট ওভারব্রিজে পদপিষ্ট হয়ে ২২ জনের মৃত্যু

মুম্বাইয়ে রেলস্টেশনের ফুট ওভারব্রিজে পদপিষ্ট হয়ে ২২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ের পারেলে এলফিনস্টোন রোড স্টেশনের ফুট ওভারব্রিজে পদপিষ্ট হয়ে ২২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো ৩০ জন।

স্থানীয় সময় শুক্রবার বেলা সাড়ে ১০টার দিকে মুম্বাইয়ের লোয়ার প্যারেল ও এলফিনস্টোন রেলস্টেশন-সংলগ্ন ওই ব্রিজে এ ঘটনা ঘটে। এর আগে সকালে শহরে ভারি বর্ষণ হয়।

ভারতের রেল বিভাগের মুখপাত্র অনীল সাক্সেনা জানান, ওই ওভারব্রিজের ওপর অনেক লোকজন ছিল। ট্রেন ধরার জন্য সবাই তখন ব্যস্ত ছিলেন। সে সময় বৃষ্টির পানিতে পা পিছলে অনেকেই পড়ে যান। এর পর ওই হতাহতের ঘটনা ঘটে।

ভারতের পশ্চিম রেলওয়ের একজন কর্মকর্তা জানান, স্টেশনে একসঙ্গে চারটি ট্রেন ছিল। বৃষ্টির কারণে ট্রেনগুলো আসতে দেরি হতে পারে। আর এ কারণে ওভারব্রিজে স্বাভাবিকের চেয়ে বেশি ভিড় ছিল।

এনডিটিভির খবরে বলা হয়, ওই ব্রিজের ওপর লোকজনের হুড়োহুড়িতে অনেকে পদদলিত হয়। কেউ কেউ নিথরভাবে ব্রিজের ওপর পড়ে ছিল। তাঁদের পানি ও প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করার চেষ্টা করেন স্থানীয়রা। পরে হতাহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিনই দুই স্টেশনের মধ্যবর্তী ওই ব্রিজে প্রচুর ভিড় হয়। সাধারণত রেলযাত্রীরাই ব্রিজটি ব্যবহার করে থাকেন।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে