আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে বর্তমান সময়ে উত্তর কোরিয়া বৃহৎ সামরিক শক্তির দেশ। উত্তর কোরিয়ার রয়েছে হাউড্রোজেন বোমা ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি। পরমাণু অস্ত্র ছাড়াও উত্তর কোরিয়ার ১২ লাখ সেনা আছে। আর্মির সংখ্যা প্রায় ১ দশমিক ২ মিলিয়ন। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ৯ হাজার কিলোমিটার।
উত্তর কোরিয়া মিলিটারির অফিসিয়াল নাম কোরিয়ান পিপলস আর্মি। মোট পাঁচটি শাখার সমন্বয়ে গঠিত এই সামরিক সংস্থা। পাঁচটি শাখা হচ্ছে আর্মি গ্রাউন্ড ফোর্স, নেভি, এয়ারফোর্স, আর্টিলারি গাইডেন্স ব্যুরো ও স্পেশাল অপারেশন ফোর্স। বার্ষিক বাজেট প্রায় ছয় বিলিয়ন মার্কিন ডলার। আট শতাধিক ব্যালাস্টিক মিসাইল রয়েছে। স্কাড মিসাইল অনায়াসে যে কোনো দিকে ছুটতে পারে। নুডং মিসাইল আঘাত হানতে পারে দুই হাজার ৯০০ কিলোমিটার থেকে ১০ হাজার কিলোমিটার দূরত্বে। নতুন মডেলের একটি মিসাইল দিয়ে ১৫ হাজার দূরত্বের আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়া। দেশটির দুই থেকে ৯টি পারমাণবিক বোমার কাঁচামাল আছে।
উত্তর কোরিয়ার ডুবোজাহাজ- ৭০টি, ট্যাংক- ৪২০০টি, জঙ্গিজেট ৪৫৮টি, ফিক্সড উইং অ্যাটাক এয়ারক্রাফট ৫৭২টি, সৈন্য সংখ্যা প্রায় ১.২ মিলিয়ন, নেভি শিপ ৭০৮টি, মার্চেন্ট মেরিন স্ট্রেন্থ ১৬৭টি, প্রধান বন্দর ১২টি, সাবমেরিন ৯৭টি, পেট্রল ও কোস্টাল ক্রাফট ৪৯২টি, মাইন ওয়ারফেয়ার ক্রাফট ২৩টি, উভচর ক্রাফট ১৪০টি, ল্যান্ড-বেইজড অস্ত্র ১৬ হাজার ৪০০টি, সাঁজোয়া যান- ২,৫০০টি, সেলফ-প্রোপেলড গান ৪ হাজার ৪০০টি, মাল্টিপল রকেট লাঞ্চার সিস্টেম ২ হাজার ৫০০টি, মর্টার্স ৭ হাজার ৫০০টি, এন্টি-এয়ারক্রাফট অস্ত্র ১১ হাজার, মোট এয়ারক্রাফট ১ হাজার ৭৭৮টি, হেলিকপ্টার ৬২১টি, এয়ারপোর্ট ৭৭টি।
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস