শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ০৮:৪৩:০৪

বাগদাদি জীবিত! নয়া অডিও বার্তায় ট্রাম্পকে হুঁশিয়ারি আইসিস প্রধানের

বাগদাদি জীবিত! নয়া অডিও বার্তায় ট্রাম্পকে হুঁশিয়ারি আইসিস প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক:আইসিস প্রধান আবু বকর আল বাগদাবি কি জীবিত? সম্প্রতি প্রকাশিত একটি অডিওয় সেই জল্পনা এখন তুঙ্গে।

বৃহস্পতিবারই একটি অডিও টেপ প্রকাশ করেছে আইসিস ঘনিষ্ঠ সংস্থা আল ফুরকান। সেখানে বাগদাদি উত্তর কোরিয়াকে সমর্থন করে হুমকি দি্যেছে মার্কিন ‌যুক্তরাষ্ট্রকে।

আল-ফুরকান গোষ্ঠী প্রকাশিত টেপটিতে ‌যে গলা শোনা ‌যাচ্ছে তা অনেকটাই আবু বকর আল বাগদাদির সঙ্গে মিলে ‌যায়। গত জুন মাসে বাগদাদির মৃত্যুর খবর প্রচার করেছিল রাশিয়া সহ দুনিয়ার একাধিক গোয়েন্দা সংস্থা। এবার তা নিয়েও প্রশ্ন উঠে গেল।

টানা ৪৬ মিনিটের ওই অডিও বক্তৃতায় বাগদাদি টেনে এনেছে মার্কিন ‌যুক্তরাষ্ট্র ও জাপানকে দেওয়া উত্তর কোরিয়ার হুমকির প্রসঙ্গ। বাগদাদিকে বলতে শোনা গিয়েছে, পরাজয় সম্পর্কে সতর্ক থাকতে হবে। তবে কোনওভাবেই লড়াই ছাড়বে না। ইসলামের ‌যোদ্ধারা, শত্রুদের ওপরে ঝাঁপিয়ে পড়। দুনিয়ার প্রতিটি প্রান্তে শত্রুদের ওপরে হামলা কর।

উল্লেখ্য, গত জুন মাসে রাশিয়ার গোয়েন্দারা দাবি করেছিলেন ইরাকেই মৃত্যু হয়েছে আইসিস প্রধান বাগদাদির। মার্কিন ‌যুক্তরাষ্ট্রও একই কথা বলেছিল। এবার নতুন এই অডিও টেপে তা নিয়ে সন্দেহ তৈরি হয়ে গেল।-জিনিউজ
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে