শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ০৯:৩৫:৩৪

ঘুরে দাঁড়াতে শুরু করেছে ইতালি, সামরিক শক্তিতে বিশ্বে ৮ম

ঘুরে দাঁড়াতে শুরু করেছে ইতালি, সামরিক শক্তিতে বিশ্বে ৮ম

আন্তর্জাতিক ডেস্ক:  সামরিক শক্তিতে বিশ্বে ইতালির অবস্থান অষ্টম স্থানে। তাদের বাহিনীতে ৩ লাখ ২০ হাজার সেনা রয়েছে। ৫৮৬টি ট্যাংক, ৭৬০টি উড়োজাহাজ এবং ৬টি সাবমেরিন রয়েছে তাদের সামরিক বহরে। তাদের বার্ষিক সামরিক ব্যয় ৩৪ বিলিয়ন মার্কিন ডলার।

রোগ সারাতে গাঁজার চাষ করছে ইতালি মিলিটারি।ওষধি হিসেবে ক্যানাবিস বা গাঁজার চল বহুদিনের৷ ইতালি এবার নেদারল্যান্ডস থেকে আমদানির পরিবর্তে স্বদেশেই গাঁজার চাষের সিদ্ধান্ত নিয়েছে৷ ইতালির সামরিক বাহিনী তাদের ক্যানাবিসভিত্তিক ওষুধপত্র তৈরি করে ফ্লোরেন্স শহরের স্তাবিলিমেন্তো শিমিকো ফার্মাচিউতিকো মিলিতারে কেন্দ্রটিতে৷

ইউরোপ এর অন্যতম দেশ ইতালি । এটি ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত দেশ । ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ ইতালির অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। -বিজনেস ইনসাইডার
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে