আন্তর্জাতিক ডেস্ক: দেশের সীমান্ত অঞ্চলে ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী র্যাডার মোতায়েন করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সার্গেই শোইগু জানিয়েছেন একথা।
তিনি আরও জানিয়েছেন, শত্রুর ক্ষেপণাস্ত্র সম্পর্কে আগেই সতর্কবার্তা দিতে সক্ষম এই র্যাডার সিস্টেমগুলি মোতায়েন করাতে রাশিয়ার আকাশসীমার প্রতিরক্ষা আরও অনেক বেশি জোরদার হল। শত্রুর ক্ষেপণাস্ত্র মোকাবিলায় এই সিস্টেম খুবই কার্যকর ও গঠনমূলক বলেও জানিয়েছেন তিনি।
রুশ প্রতিরক্ষামন্ত্রী এর আগেই জানিয়েছিলেন রাশিয়ার পারমাণবিক শক্তি সামর্থ বিশ্বে সর্বাধুনিক। সাম্প্রতিক সময়ে ইউরোপের ন্যাটো ও আমেরিকার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মোকাবিলায় রাশিয়া তার পাল্টা পদক্ষেপ যে জোরদার করছে সে কথা বলাই যায়। --কলকাতা২৪
এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস