শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৩৯:৫৫

চলন্ত বাসে নারী কন্ডাক্টর ও নারী পুলিশের হাতাহাতি!

 চলন্ত বাসে নারী কন্ডাক্টর ও নারী পুলিশের হাতাহাতি!

আন্তর্জাতিক ডেস্ক:  চলন্ত বাসে নারী কন্ডাক্টর ও নারী পুলিশের মধ্যে হাতাহাতি! আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তেলঙ্গনার মহাবুবনগরের ঘটনা।

জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর জি রজিতা কুমারী নামে ওই নারী পুলিশ কনস্টেবল মেহবুবনগরের তেলঙ্গনা রাজ্য সড়ক পরিবহন নিগমের বাসে যাচ্ছিলেন।

বাসের নারী কন্ডাক্টর তাঁকে টিকিট করতে বলেন। পুলিশকর্মী তাঁর সচিত্র পরিচয়পত্রের ফটোকপি কন্ডাক্টরকে দেখান। তখন কন্ডাক্টর পুলিশের কাছে আসল পরিচয়পত্রটি দেখতে চান।

এরপরই দুজনের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। আচমকা, কন্ডাক্টরকে ঠেলে সরিয়ে দেন ওই নারী পুলিশ। এ সময় তাঁকে মারধরও করা হয়।

গোটা ঘটনাটির ভিডিও করেন অন্য এক বাসযাত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়ে যায়।
কয়েকটি সংবাদমাধ্যমও সেই ভিডিও দেখায়।

ঘটনার তীব্র নিন্দা করে বিক্ষোভ প্রদর্শন করেন পরিবহন নিগমের কয়েকজন কর্মী। মহাবুবনগরে তাঁরা একটি প্রতিবাদ-মিছিলও বের করেন।

নারী পুলিশকে সাসপেন্ড করে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিও তুলেছে পরিবহন সংগঠন। প্রতিক্রিয়া জানাতে গিয়ে মহাবুবনগরের পুলিশ সুপার বি অনুরাধা বলেন, ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত রিপোর্ট আসলে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, ওই নারী পুলিশ মহাবুবনগরের পুলিশ সদরে কর্মরত।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে