শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭, ১১:৪২:৫০

কোচিংয়ের নাম করে ছাত্রের সঙ্গে খারাপ ধরনের ভিডিও তৈরি করতেন শিক্ষিকা

কোচিংয়ের নাম করে ছাত্রের সঙ্গে খারাপ ধরনের ভিডিও তৈরি করতেন শিক্ষিকা

আন্তর্জাতিক ডেস্ক:  কোচিংয়ের নাম করে ছাত্রের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক তৈরি করেছেন এক শিক্ষিকা। তেমনই মোট ১৮টি খারাপ ধরনের ভিডিও পেয়েছে পুলিশ।

শিক্ষিকার আত্মীয়দের সাহায্যেই এই ভিডিওগুলি বানিয়েছিল ওই শিক্ষিকা। জানা গিয়েছে, শিক্ষিকা বিগত এক বছর ধরে এক নাবালক ছাত্রকে  ছুরির ভয় দেখিয়ে তার সঙ্গে নীল ছবি তৈরি করতেন। জানা গিয়েছে, শিক্ষিকা প্রায় ১০০টিরও বেশি ভিডিও বানিয়েছেন।

এদের মধ্যেই ১৮টি পুলিশের হাতে পৌঁছেছে। এতে শিক্ষিকার দুই ভাইও সামিল রয়েছে। পুলিশ এই তিন অভিযুক্তের খোঁজ করছে। তবে এরা আপাতত পলাতক। টিউশনের নাম করে নাবালক ছাত্রের শিক্ষিকা ও তার ভাইদের খোঁজে পুলিশ পাঞ্জাব ছাড়াও অন্যান্য রাজ্যে তল্লাশি শুরু করেছে।

পুলিশ ১৮টি ভিডিও ও একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে। পুলিশ রেলওয়ে স্টেশন থেকে আভিযুক্তদের গাড়ি উদ্ধার করেছে। এছাড়াও রেলওয়ে স্টেশন ও বিমান বন্দর কর্তৃপক্ষকে জানিয়ে রেখেছে পুলিশ।

পুলিশ ইনচার্জ ধর্মপাল জানিয়েছেন, পুলিশের বিভিন্ন তদন্তকারী দল পাঞ্জাব ছাড়াও আশেপাশের রাজ্যগুলিতেও তল্লাশি চালাচ্ছে। অভিযুক্তদের খুব তাড়াতাড়িই গ্রেফতার করবে পুলিশ। --কলকাতা২৪


এমটিনিউজ২৪ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে