রবিবার, ০১ অক্টোবর, ২০১৭, ০৯:১৬:৫১

চার সন্তানকে বাড়িতে রেখে ভ্রমণে যাওয়ায় মা গ্রেপ্তার!

চার সন্তানকে বাড়িতে রেখে ভ্রমণে যাওয়ায় মা গ্রেপ্তার!

আন্তর্জাতিক ডেস্ক: বাড়িতে বেশ কয়েকজন নাবালক সন্তান। এদিকে মার্কিন সেই মা তাদের বাড়িতে রেখে দিব্যি ভ্রমণ করতে বের হয়েছেন।
এমনকি দেশে নয়, তিনি চলে গেছেন বিদেশে। সম্প্রতি এমনই এক ঘটনার জন্ম দিলেন এক মার্কিন নারী।

এরিন ম্যাকে নামে ৩০ বছর বয়সী নারীর বাড়িতে ছিল ১২ বছর বয়সী যমজ সন্তান। এছাড়া একটি সাত বছর বয়সী এবং একটি ছয় বছর বয়সী শিশুও ছিল তার। আর এ চার সন্তানকে বাড়িতে রেখেই এরিন বিদেশ ভ্রমণে বের হয়েছিলেন।

ঘটনাটির কথা পুলিশ প্রথম জানতে পারে সে নারীর প্রাক্তন স্বামীর কাছ থেকে । তিনি ঘটনাটি পুলিশকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হয় সে নারীর বিরুদ্ধে।

মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া থেকে তিনি অবশ্য ততক্ষণে জার্মানিতে চলে এসেছেন। এরপর পুলিশ বিষয়টির তদন্তে নামে।

ঘটনার সত্যতা পাওয়া পাওয়া যায়। জানা যায়, তিনি তার অবর্তমানে শিশুদের দেখাশোনার কোনো ব্যবস্থা না করেই দেশত্যাগ করেন।

পুলিশের পক্ষ থেকে শিশুদের সুরক্ষার বিষয়টি দেখভাল করা হয়। তিনি জার্মানির উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ছেড়েছিলেন ২০ সেপ্টেম্বর। পরে সে নারী জার্মানি ভ্রমণ সেরে দেশে ফেরেন ১ অক্টোবর।

দেশে ফেরার পর তাকে শিশুদের সঙ্গে অমানবিকতার অভিযোগে আটক করা হয়। পরে অবশ্য তাকে নয় হাজার ডলারের বন্ডের বিনিময়ে মুক্তি দেওয়া হয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে