আন্তর্জাতিক ডেস্ক : বিয়ে করেছেন এক বছর হয়েছে। তাই বিবাহবার্ষিকী উপলক্ষে দেশের বাইরে ঘুরতে বেরিয়েছেন এন্ড্রু ফস্টার (৩২) ও স্ত্রী লুসি ফস্টার (২৮) দম্পতি। ২৭ সেপ্টেম্বর বুধবার অস্ট্রেলিয়ায় বাস করা এই দম্পতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইয়োসমাইট ন্যাশনাল পার্কে ঘুরতে গিয়েছিলেন।
ওই দম্পতি ওই পার্কের এল ক্যাপিটানের পাশ দিয়ে হাঁটার সময় ঘটলো এক দুর্ঘটনা। জানা গেছে, তারা যেখান দিয়ে হাঁটছিলেন তাদের পাশেই ছিল বড় বড় পাথরের স্তুপ। হঠাৎ একটি বিশাল পাথরের খণ্ড তাদের উপরে পড়ে।
বড় আকৃতির পাথরটি যে তাদের উপরে পড়ছে তা স্বামী এন্ড্রু ফস্টার ঠিকই খেয়াল করে। আর তাই স্ত্রী লুসিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন সেখান থেকে। স্ত্রীকে সরিয়ে দিতে পারলেও নিজে আর সরতে পারেননি। ওই বিশাল আকৃতির পাথরের আঘাতে মারা যান তিনি। নিজের জীবন দিয়ে স্ত্রীকে বাঁচালেন এই স্বামী!
জানা গেছে, বিশাল আকৃতির ওই শিলা পাথরটি প্রায় ২০০ ফিট উপর থেকে নিচে পড়েছে। সংবাদমাধ্যমকে লুসি এ বিষয়ে জানান, এন্ড্রু দেখতে পেয়েছিল পুরো ঘটনাটি আর তাই সে আমার জীবন বাঁচিয়েছে। --দ্য ওয়াশিংটন পোস্ট
এমটিনিউজ২৪/এম.জে