সোমবার, ০২ অক্টোবর, ২০১৭, ০৮:৪১:৪৯

সু চিকে আন্তর্জাতিক বিচারের মুখোমুখি করার উদ্যোগ

সু চিকে আন্তর্জাতিক বিচারের মুখোমুখি করার উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিকে আন্তর্জাতিক আইনের মুখোমুখি করতে জনমত সংগ্রহের লক্ষ্যে প্রচারণা শুরু করেছে ব্রিটিশ নাগরিকদের একটি গ্রুপ। তাদের এই উদ্যোগ সফল হলে দেশটির মানবাধিকার আইনজীবীরা আন্তর্জাতিক আলাদতে সু চির বিরুদ্ধে মামলা দায়ের করবেন। হুসেইন মোহাম্মদ ও নাজমা মোহাম্মদ নামে দুই ব্রিটিশ এই প্রচারণার উদ্যোক্তা।

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক পদক্ষেপে হতাশ হয়ে তারা এ বিষয়টি নিয়ে মাঠে নেমেছে। এরই মধ্যে প্রচারণার সমর্থনে দায়ের করা একটি পিটিশনে তারা চার লাখ স্বাক্ষর সংগ্রহ করেছে। গতকালই এই পিটিশনটি লন্ডনের ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর কথা। এই উদ্যোগটি সফল হলে সরকারি উদ্যোগে ব্রিটিশ আইনজীবীরা রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে তদন্ত শুরু করবে। প্রথমত তারা বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা উদ্বাস্তুদের সাথে কথা বলে তথ্য সংগ্রহ করবে এবং জাতিসঙ্ঘের রিপোর্টের তথ্যের ভিত্তিতে সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে।

এ ছাড়া আরো কিছু আইনি উদ্দেশ্য রয়েছে এই প্রচারণার, তার মধ্যে অন্যতম হলো মিয়ানমার যেসব আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করছে সে ব্যাপারে ব্রিটিশ সরকারের লিখিত অভিযোগ প্রস্তুত করা। এ ছাড়া রোহিঙ্গা ইস্যুতে একটি আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন করারও দাবি রয়েছে তাদের। এরই মধ্যে জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার এ ধরনের একটি কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন।

লন্ডনের আইনি সহায়তা প্রতিষ্ঠান বিন্দমানস এলএলপির কর্মকর্তা সাইমো চাহাল বলেন, ‘মিয়ানমারে যে ট্রাজেডি হচ্ছে তার বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা নেয়া দরকার। যখন বিশ্বব্যাপী ব্যাপক নিন্দার ঝড় উঠেছে এই ঘটনার বিরুদ্ধে, সে সময় দোষীদের বিচারের মুখোমুখি করতে সহায়ক হবে এমন একটি শক্ত আইনি উদ্যোগ অবশ্যই দরকার’। তিনি মনে করেন, এই জনমত সংগ্রহ রোহিঙ্গা ইস্যুতে জনগণকে সঙ্ঘবদ্ধ হতে, দ্রুত ব্যবস্থা নিতে এবং কঠিন এই কাজটিকে ত্বরান্বিত করতে সহযোগিতা করবে।-ইন্ডিপেন্ডেন্ট
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে