শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭, ০৯:২০:৩৭

ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি

ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি

আন্তর্জাতিক ডেস্ক: পিয়ংইয়ং আবারো মার্কিন দ্বীপ গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে। গুয়ামে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা করা হবে বলে এতে প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়েছে।

আন্তর্জাতিকভাবে পিয়ংইয়ংয়ের উপর যত চাপই দেয়া হোক না কেন উত্তর কোরিয়া পরমাণু বোমা তৈরির কর্মসূচি পুরোপুরি বাস্তবায়ন করবে বলে ঘোষণার মাত্র একদিন পর নতুন করে এ হুমকি দেয়া হয়।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কোরিয়া সেন্ট্রাল নিউজ এজেন্সি বা কেসিএনএ’র বিবৃতিতে আরো বলা হয়েছে, মার্কিন সাম্রাজ্যবাদ এবং তার তাবেদার দক্ষিণ কোরিয়া যদি আগ্রাসী পরমাণু যুদ্ধ পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে শুরু করে তবে তারা কেবল নিজেদের ধ্বংসকেই ত্বরান্বিত করবে।

কেসিএনএর বিবৃতিতে আরো বলা হয়েছে, কঠোর পাল্টা ব্যবস্থা নেয়ার জন্য পিয়ংইয়ংয়ের হাতকে ট্রিগারের আরো কাছে নিয়ে যাওয়া হবে। উত্তর কোরিয়ার কাছ দিয়ে মার্কিন কৌশলগত বিমান বি-১বি’র উড্ডয়ন এবং কোরিয় উপদ্বীপের কাছ দিয়ে মার্কিন পরমাণু বিমানবাহী রণতরী এবং ডুবোজাহাজের টহলের কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল উত্তর কোরিয়াকে বিরুদ্ধে উসকানি সৃষ্টি করতে চাচ্ছে।

বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, এসব সামরিক উস্কানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের বাধ্য হবে উত্তর কোরিয়া।

গুয়ামে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র যুদ্ধের হুমকি, নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপের তোয়াক্কা না করে আবার জাপানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্রটি গুয়াম দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম।

জাপানের উত্তরে হোক্কাইডো দ্বীপের উপর দিয়ে উড়ে যায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র। সেখান থেকে প্রায় দুই হাজার কিলোমিটার পূর্বে প্রশান্ত মহাসাগরের উপর আছড়ে পড়েছে সেটি। স্থানীয় সময় সকাল ৭টার দিকে সাইরেনের শব্দে মানুষ সতর্ক হয়ে পড়ে।

মোবাইল ফোনের মাধ্যমেও তাদের নিরাপদ আশ্রয়ে চলে যেতে পরামর্শ দেয়া হয়। তবে পর পর এমন দুটি ঘটনা সত্ত্বেও জাপানের উত্তরে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় তেমন কোনো প্রভাব পড়েনি।

দক্ষিণ কোরিয়া, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা সম্পর্কে কিছু তথ্য প্রকাশ করেছে।

তাদের সূত্র অনুযায়ী, ১৯ মিনিট ধরে সেটি আকাশে ছিল। ৭৭০ কিলোমিটার সর্বোচ্চ উচ্চতা ছোঁয়ার পর সেটি মোট ৩,৭০০ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে আঘাত হানে। অর্থাৎ গুয়াম দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটি এই ক্ষেপণাস্ত্রের আওতায় ছিল।

এই সাফল্য সত্ত্বেও উত্তর কোরিয়া নির্দিষ্ট লক্ষ্যবস্তুর উপর নিখুঁত আঘাত হানার ক্ষমতা আয়ত্ত করেছে কিনা, তা নিয়ে অনেক মহলে সন্দেহ রয়ে গেছে।

যাবতীয় চাপ সত্ত্বেও উত্তর কোরিয়ার এমন ধারাবাহিক বেপরোয়া আচরণের জবাব কী হতে পারে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট অবস্থান দেখা যাচ্ছে না। অ্যামেরিকা ও জাপানের অনুরোধে শুক্রবারই জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদ বিষয়টি নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক ডেকেছে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন, গোটা বিশ্বকে একযোগে উত্তর কোরিয়ার উদ্দেশ্যে স্পষ্ট বার্তা পাঠাতে হবে। সে দেশ তার আচরণের মাধ্যমে বিশ্বে শান্তি বিঘ্নিত করছে।

এর আগে উত্তর কোরিয়া জাপানকে ‘ডুবিয়ে দেয়ার' হুমকি দিয়েছিল।

উল্লেখ্য, সরাসরি সমরাস্ত্রের আঘাত ছাড়াও দক্ষিণ কোরিয়া ইলেকট্রো-ম্যাগনেটিক পাল্স অথবা জৈব রাসায়নিক অস্ত্র দিয়ে হামলার আশঙ্কা করছে।

উত্তর কোরিয়ার সাথে আমিরাতের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন উত্তর কোরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সংযুক্ত আরব আমিরাত। পিয়ংইয়ং তাদের দূতাবাসের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে তারা। উত্তর কোরিয়ার নাগরিকের ভিসাও বাতিল করছে তারা। সাথে বাতিল করা হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স।

আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক অঙ্গনে উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যাতে এই ঝুঁকির ভয়াবহতা অনুধাবন করতে পারে, সেজন্যই এই সিদ্ধান্ত।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে কয়েক হাজার উত্তর কোরীয় শ্রমিক কাজ করে। যাদের বেশির ভাগই নির্মাণ শ্রমিক। সংযুক্ত আরব আমিরাতের প্রতিবেশী কাতার ও কুয়েতও গত মাসে উত্তর কোরীয় নাগরিকদের নতুন ভিসা না দেয়ার ঘোষণা দেয়।- খালিজ টাইমস
এমটিনিউজ২৪.কম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে