আন্তর্জাতিক ডেস্ক : ঠিকমতো হিজাব না পড়ে রাস্তায় বের হওয়ায় দুই নারীকে ২৬০ ডলার জরিমানা করেছেন ইরানের এক আদালত। দেশটির রাজধানী তেহরানে এই ঘটনা ঘটে।
আদালতের এক কর্মকর্তা জানান, ‘নারীরা নিয়মমতো হিজাব পরছে না, আদালতে বেশ কয়েক দিন ধরেই এ ধরনের অভিযোগ আসছে। সাজাপ্রাপ্ত দুই নারীও হিজাব পরার নিয়ম ভঙ্গ করেছেন। আর এ কারণে তাদের নগদ ২৬০ ডলার জরিমানা করা হয়েছে।’
ইরানের রাস্তায় বেরোনোর সময় সব নারীকে মাথায় ওড়না পড়তে হয়। এই বিধান বিদেশি নারীদের ক্ষেত্রও প্রযোজ্য। মাথার চুল ও ঘাড় ঢেকে রাখার জন্যই তা ব্যবহার করতে হয়।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে নানা প্রচারণা চালানো সত্ত্বেও নব্বইয়ের দশক থেকে পোশাকের এ নিয়ম রক্ষায় শিথিলতা দেখা যায়।
তরুণ প্রজন্মের অনেক নারীই এখন পশ্চিমা ঘরানার পোশাকের প্রতি আকৃষ্ট হচ্ছেন। আর এ কারণেই সংশ্লিষ্ট বিষয়ে কঠোর হয়ে উঠছে দেশটির কর্তৃপক্ষ, যার ফলাফল সাম্প্রতিক এ জরিমানার ঘটনা।
২০১৩ সালের নির্বাচনের পর দেশটির মধ্যমপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানি রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বেশকিছু পরিবর্তন এনেছেন। এরপরও দেশটির রক্ষণশীল ঘেরাটোপ থেকে তিনি নিজেও বের হতে পারেননি। দেশটিতে অবিবাহিত নারী-পুরুষের একত্রে পার্টি করাও নিষেধ। সূত্র: এএফপি
১৭ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস