আন্তর্জাতিক ডেস্ক : পরীক্ষামূলক ভাবে একটি সামরিক হেলিকপ্টার চালিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি। সোমবার তুরস্কের তৈরি টি১২৯ হেলিকপ্টার চালান শাহীদ খাকান।
উড়ান শেষ করে সাংবাদিকদের খাকান বলেন, টি১২৯ এটিএকে মডেলের এই হেলিকপ্টারটি অনেক সুন্দর এবং আকর্ষনীয় । পাকিস্তান সেনাবাহিনী এটি পরীক্ষা করে দেখছে । ভবিষ্যতে এটি কেনা হতে পারে বলে জানান শাহীদ খাকান।-প্রেস টুডে
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস