মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭, ০১:৩৯:৩৯

মিয়ানমারে চাপ প্রয়োগ করতে বিশেষ দূত নিয়োগ কানাডার

মিয়ানমারে চাপ প্রয়োগ করতে  বিশেষ দূত নিয়োগ কানাডার

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা ইস্যুতে চাপ সৃষ্টি করতে মিয়ানমারে একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গতকাল সোমবার এক বিবৃতিতে সাবেক এমপি বব রেই উইলকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী।
 
এছাড়া দেশটিতে কানাডার মানবিক সহায়তা এবার দ্বিগুণ করারও ঘোষণা দেন তিনি। তিনি জানান, রোহিঙ্গাদের জন্য তার দেশ ৯ দশমিক ৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে। প্রধানমন্ত্রী ট্রুডো রোহিঙ্গাদের নিরাপত্তা দিতে এবং সার্বিক সংকট নিরসনে দূতকে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগের আহবান জানিয়েছেন।

জানা গেছে, কিভাবে রোহিঙ্গাদের সর্বোচ্চ সহযোগিতা করা যায় সেই বিষয়েও ট্রুডোকে পরামর্শ দেবেন রেই। বিবৃতিতে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।-টরন্টো স্টার
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে