মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০১৭, ০৮:৩৭:২৪

কঠিন বিপদে মিয়ানমার সেনাবাহিনী, কঠোর পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র

কঠিন বিপদে মিয়ানমার সেনাবাহিনী, কঠোর পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : কঠিন বিপদে মিয়ানমার সেনাবাহিনী, কঠোর পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন গত সপ্তাহে রাখাইনে রোহিঙ্গাদের উপর নির্যাতনের জন্য মিয়ানমারের সেনাবাহিনীকে দায়ী করেছিলেন৷ এবার তাদের বিরুদ্ধে নেয়া কিছু সিদ্ধান্তের ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র৷

এবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নাওয়ার্ট সোমবার এই ঘোষণা দেন৷ ফলে এখন থেকে রাখাইনে সামরিক অভিযানের সঙ্গে যুক্ত মিয়ানমার সেনাবাহিনীর কোনো সদস্য মার্কিন সহায়তা কর্মসূচিতে অংশ নিতে পারবেন না৷ এছাড়া মিয়ানমার সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে যারা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ পেয়েছিলেন, সোমবার সেগুলো বাতিলের ঘোষণা দেয়া হয়েছে৷

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করারও পরিকল্পনা করছেন৷
এর আগে যুক্তরাষ্ট্র মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে কর্মকাণ্ড সীমিত করার ঘোষণা দিয়েছিল৷
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে