নিউজ ডেস্ক : কেড়ে নিতে হবে আন সান সুচির নোবেল। কারণ তিনি শান্তির দূত নন। অশান্তির দূত। এই দাবিতে ১৭টি বিভিন্ন সংখ্যালঘু সংগঠন বিক্ষোভ মিছিল করেছে ভারতের কলকাতায়।
আজ মঙ্গলবার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট থেকে মায়ানমার দূতাবাস পর্যন্ত মিছিল করে তারা। কিন্তু বালিগঞ্জ ফাঁড়ির কাছে পুলিশ তাদের আটকে দেয়।
মিছিল থেকে ইমানুল হক বলেন, ‘আমাদের দাবি মায়ানমারে যে রোহিঙ্গারা আছেন তাদের নাগরিকত্ব দিতে হবে। সে যেই ধর্মেরই হোক। ভারতে যেসব রোহিঙ্গা আছে তাদের পুনর্বাসন দিতে হবে।’
তিনি বলেন, ‘রোহিঙ্গাদের মৃত্যু, সম্পত্তি ধ্বংস ইত্যাদি জানার জন্য জাতিসংঘকে তদন্ত কমিটি গঠন করতে হবে। পাশাপাশি তারা আন সান সুচির নোবেল কেড়ে নেওয়ার দাবি তোলেন।’
মিছিল থেকে শ্লোগান দেওয়া হয়, মায়ানমার সরকারকে অবিলম্বে মানবতাবিরোধী বলে ঘোষণা করতে হবে। সুচির নোবেল কেড়ে নিতে হবে।
এমটিনিউজ/এসএস