বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭, ১০:১৩:৫৬

১৩টি গ্রাম ঘিরে তল্লাশি অভিযানে নেমেছে সেনাবাহিনী

   ১৩টি গ্রাম ঘিরে তল্লাশি অভিযানে নেমেছে সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক :  উপত্যকার বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখেই তল্লাশি অভিযান আরও কড়া করল নিরাপত্তা রক্ষীরা। সূত্রের খবর, শোপিয়ানের ১৩টি গ্রাম ঘিরে ফেলা হয়েছে এই অভিযানের জন্য। জঙ্গি উপস্থিতি নিয়ে বেশ কিছুদিন ধরেই অশান্ত জম্মু-কাশ্মীর।

স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে তত্‍পর ভারতীয় সেনা-জওয়ান। গোপন সূত্রে খবর পেয়ে নির্দিষ্ট এলাকায় পৌঁছে একের পর এক চলেছে জঙ্গি নিধন পর্বও। আর এবার শোপিয়ানের বহু গ্রামকে ঘিরে ফেলেছে নিরাপত্তা রক্ষীরা।

প্রসঙ্গত, মঙ্গলবার জম্মু-কাশ্মীরের নওগাম সেক্টরের হান্দওয়ারা এলাকায় ফের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। তবে ভারতীয় জওয়ানরা প্রতিপক্ষকে পাল্টা উত্তর দেয়।

উল্লেখ্য, সোমবার ভারতীয় সেনা এবং পাক ট্রুপ-এর মধ্যে গুলির লড়াই চলে, উরি সেক্টরে, এলওসি-তে। নিরাপত্তার কথা ভেবেই কর্তৃপক্ষ ওই এলাকাতে স্কুল বন্ধ করে দিতে বাধ্য হয়। তবে সেনা আধিকারিকের পক্ষ থেকে জানানো হয়, ভারতের ক্ষেত্রে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নেই।  -কলকাতা24

এমটিনিউজ২৪/এম.জে/ এস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে