বুধবার, ২৫ অক্টোবর, ২০১৭, ০৩:৫২:২১

ধর্মান্তরিত হয়ে চার মুসলিম পরিবারের হিন্দু ধর্ম গ্রহণ

ধর্মান্তরিত হয়ে চার মুসলিম পরিবারের হিন্দু ধর্ম গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর প্রদেশে যোগী আদিত্যনাথের চারটি মুসলিম পরিবার ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। তবে তাদের পূর্ব পুরুষ সকলেই হিন্দু ছিলেন।

জানা গেছে, জালালপুরের কসাইটোলার এক দেবীর মন্দিরে বৈদিক রীতি মেনে উক্ত চারটি পরিবারকে হিন্দু ধর্মের ছাতার তলায় নিয়ে আসা হয়। সকলকে দেওয়া হয় হনুমান চল্লিশা পাঠ করে, নারকেল ফাটিয়ে পুরোহিতের উপস্থিতিতে ওই চার পরিবারের আট জন ইসলাম ছেড়ে হিন্দু ধর্ম গ্রহণ করেন।

সনাতন ধর্মে সামিল হয়েছেন সুরজা। তবে হিন্দু ধর্মে আসার আগে তার নাম ছিল সাকিনা। সকিনা বলেন, ‘আমাদের পূর্ব পুরুষ সকলেই হিন্দু ছিলেন। আমরা পরে ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছিলাম। এখন আমরা ফের হিন্দু ধর্ম গ্রহণ করলাম।’

এদিকে মন্দিরের পক্ষ থেকে বলা হয়েছে, এই চারটি মুসলিম পরিবারের আট জন হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। সকলেই স্বেচ্ছায় হিন্দু ধর্মে সামিল হয়েছেন। বলপূর্বক কিছু করা হয়নি।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে