বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭, ১১:৫৪:৫০

'ভয়ঙ্কর খেলায় মেতেছেন সু চি'

'ভয়ঙ্কর খেলায় মেতেছেন সু চি'

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইনে এবারের সঙ্কটের সূচনাকালে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে পরিকল্পিতভাবে সংগঠিত ও কাঠামোবদ্ধ কায়দায় রোহিঙ্গাবিরোধী প্রচারণা চালানো হয়েছিল। সেই প্রচারণাকে সু চির কার্যালয় থেকে উৎসাহিত করা হয়েছিল। বুধবার ৯০০ রেডিওর সমন্বয়ে গঠিত মার্কিন অমুনাফাভিত্তিক সংবাদমাধ্যম এনপিআরকে দেয়া সাাৎকারে জাতিসঙ্ঘ মানবাধিকার কমিশনের প্রধান জায়দ রাদ আল হোসেন এসব কথা বলেন। তিনি বলেন, ভয়ঙ্কর খেলায় মেতেছেন সু চি।

রাদ হোসেন জানান, মিয়ানমার সরকারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির সাথে তার শেষ দেখা হয়েছিল জানুয়ারি মাসে। সে সময় সু চি তাকে জানিয়েছিলেন, সামরিক অভিযান ঠেকাতে তার সাধ্যমতো তিনি চেষ্টা করেছেন। কোনো ফল হয়নি। রাদ আল হোসেন সু চির সেই বক্তব্যকে সত্য মনে করেন না। তিনি বলেন, ‘আমার মনে হয় না, যা করার ছিল, তার সব কিছু সু চি করেছেন।’

মিয়ানমার সেনাবাহিনীর কর্মকাণ্ডকে আইএসের কর্মকাণ্ডের সাথে তুলনা করে রাদ বলেন, ‘ছোট শিশুদের গলা কেটে ফেলার মতো নৃশংস কাজ আপনি শুধু আইএসের হাতেই সংঘটিত হতে দেখবেন।’ সেনাবাহিনীর হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, ‘শুধুমাত্র বিচারকরাই এটা নিশ্চিত করতে পারে।-এনপিআর
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে