বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭, ০৪:৩০:৪৪

‘১৯৪৭ সালে মোদিকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল কংগ্রেস’

‘১৯৪৭ সালে মোদিকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল কংগ্রেস’

আন্তর্জাতিক ডেস্ক : ১৯৪৭ সালে কংগ্রেস নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল, গুজরাট নির্বাচনের প্রচারে একথা বললেন বিজেপির এক মন্ত্রী। মোদির রাজ্যে খুব একটা সুখে নেই বিজেপি।

এর মাঝেই দলের সদস্যদের একের পর আলটপকা মন্তব্যে আরও সমস্যা তৈরি করছে বিজেপির জন্য। গুজরাটের মন্ত্রী বাবু বোখিরিয়ার রাজনৈতিক ইতিহাস খুব একটা স্বচ্ছ নয়।

একবার জেলও খাটতে হয়েছিল তাকে। যদিও তা নিয়ে খুব একটা ভাবছেন না তিনি। বরং এদিন বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই ইতিহাসের এক আশ্চর্য উদাহরণ টানেন বাবু।

সভায় দাঁড়িয়ে স্পষ্ট বলেন, ১৯৪৭ সালে, ভারত স্বাধীনতা পাওয়ার পরেই দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদিকে চেয়েছিল কংগ্রেস। তার এই কথায় বিরোধীরা হাসি ঠাট্টা করলেও অবাক হয়েছেন তার দলের নেতৃত্বই।

কেন বললেন তিনি এমন? বাবু জানিয়েছেন, তিনি আসলে সর্দার প্যাটেলের কথা বলতে চেয়েছিলেন। মোদির কথা মাথায় ঘুরছিল, তাই ভুলে তার নাম বলে ফেলেছেন।

ইতিহাস তিনি জানেন। কিন্তু তা বললে তো হল না। সোশ্যাল মিডিয়া ও সংবাদমাধ্যমে এখন এই বিষয় নিয়ে শুরু হয়েছে বিস্তর হাসি ঠাট্টা।
এমটিনিউজ/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে